নিজস্ব প্রতিবেদন : রাজ্য হোক অথবা দেশ, সবথেকে বড় সমস্যা হল কর্মসংস্থান। তবে এই কর্মসংস্থান নিয়ে তৃতীয়বার সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাজ্যের চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন। তিনি জানালেন, খুব তাড়াতাড়ি রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।
স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শনিবার। সোমবার সন্ধ্যা থেকেই কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট এই ইন্টারভিউ লিস্ট দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউ দেওয়ার জন্য কোন কোন চাকরি প্রার্থীরা ডাক পাচ্ছেন সেই লিস্ট প্রকাশিত হয়েছে। আর এই লিস্ট প্রকাশের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে নতুন করে শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে বারংবার যে প্রশ্ন উঠে সেই প্রশ্ন খারিজ করে মুখ্যমন্ত্রী জানান, “কোন লবির ব্যাপার নেই, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। মেধা তালিকা অনুযায়ী সবাইকে ডাকা হবে। মেধায় হবে মাপকাঠি, অন্য কিছু নয়।”
এই বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগ কবে হবে তা নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর আগেই প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক স্তরে মোট ২৪,৫০০ জন শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া শেষের দিকে। কেবলমাত্র নিয়োগপত্র তুলে দেওয়ার পালা। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আগামী বছরের মার্চের মধ্যে আরও সাড়ে ৭ হাজার শিক্ষককে নেওয়া হবে। অর্থাৎ আগামী একবছরের মধ্যে রাজ্যে সবমিলিয়ে মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ হবে।
প্রসঙ্গত, ভোটের আগেই রাজ্য সরকারের তরফে রাজ্যের শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়েছিল। তবে প্রথমদিকে সেই শিক্ষক নিয়োগ আইনি জটে আটকে গেলেও পরবর্তীতে আদালতের নির্দেশে সেই নিয়োগ হয়। এরপর পুনরায় শিক্ষক নিয়োগের ঘোষণা রাজ্যের পড়াশোনার পরিকাঠামো আরও উন্নত হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।