পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা চালু হলেই যাত্রীদের মানতে হবে যেসকল নিয়ম

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ লকডাউনে দুমাস পর সোমবার থেকে দেশে পুনরায় চালু হয় অন্তর্দেশীয় বিমান পরিষেবা। তবে বিমান পরিষেবা পুনরায় চালু হওয়ার প্রথম দিনেই দেখা যায় নাটকীয় মুহূর্ত। একসাথে একাধিক বিমান বাতিল হয়। আর এর কারণে ক্ষোভ দেখা যায় যাত্রীদের মধ্যে। পরিষেবা চালু হওয়ার আগের দিন অর্থাৎ রবিবার জানানো হয় পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে চলবে না বিমান। এছাড়াও বিমান পরিষেবার ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশিকার পাশাপাশি বিভিন্ন রাজ্য করোনা মোকাবিলায় নিজেদের মত করে বেশ কিছু নিয়ম লাগু করেছে। এক্ষেত্রে চলুন দেখে নেওয়া যাক বিমান পরিসেবার পশ্চিমবঙ্গ সরকার কি কি নিয়ম লাগু করল।

বিমানে করে পশ্চিমবঙ্গে আসা যাত্রীদের যে সকল নিয়ম মেনে চলতে হবে

১) করোনা আবহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন অনুযায়ী যাত্রীদের অবশ্যই ফেস মাস্ক অথবা ফেস কভার ব্যবহার করতে হবে। পাশাপাশি হাত পরিষ্কার রাখা, শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম ব্যবহারিক বিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

২) যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে অবশ্যই হেলথ স্ক্রীনিং করতে হবে। কেবলমাত্র উপসর্গহীন যাত্রীদের বিমানে চড়ার ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে। আর যারা অন্য রাজ্য থেকে বিমানে পশ্চিমবঙ্গে আসবেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম লাগু হবে।

৩) বিমান সফরে যারা পশ্চিমবঙ্গে আসবেন তাদের মধ্যে যে সকল যাত্রীদের কোন রকম উপসর্গ থাকবে না তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের ক্ষেত্রে হোম কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তবে তা মেনে চলতে হবে গুরু গম্ভীরভাবে। আর যদি কোন যাত্রীর কোন রকম উপসর্গ থাকে তাহলে তাকে স্থানীয় মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করতে হবে।

৪) যেসকল যাত্রীদের উপসর্গ দেখা দিবে তাদের টেস্টের জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। মৃদু উপসর্গ থাকা ব্যক্তিরা টেস্টের রেজাল্ট না আসা পর্যন্ত শর্তসাপেক্ষে বাড়িতেই থাকতে পারেন। টেস্টের রেজাল্ট এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

৫) প্রতিটি যাত্রীকে একটি সেলফি ডিক্লেয়ারেশন ফর্ম পূরণ করতে হবে। যে ফর্মটিতে ওই যাত্রী কোন রাজ্য থেকে কোন রাজ্যে আসছেন তার যাবতীয় তথ্য, ফোন নম্বর, ঠিকানা সমস্ত কিছু নথিভূক্ত থাকবে।

৬) স্বাস্থ্যকর সমস্ত রকম বিধি মেনে চলতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষকে। সংক্রমণমুক্ত রাখতে ডেসইনফেক্টটেন্ট ছড়িয়ে রাখতে হবে। পাশাপাশি বারবার স্যানিটাইজ করতে হবে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে অন্তর্দেশীয় বিমান পরিষেবা সোমবার থেকে শুরু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে এই পরিষেবা শুরু হবে আগামী ২৮ শে মে থেকে। সুপার সাইক্লোন আমফানে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বিপর্যস্ত হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয় ২৮ তারিখ পর্যন্ত যেন রাজ্যে বিমান পরিষেবা চালু না করা হয়। সেই অনুরোধ মেনে কেন্দ্র সরকার আপাতত পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা চালু করা স্থগিত রেখেছে।