নিজস্ব প্রতিবেদন : করোনাকালে বেসরকারি হাসপাতালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার খরচ নিয়ে নানান অভিযোগ তুলতে দেখা যাচ্ছে রোগী এবং তার আত্মীয়দের। এবার সেই ফারাক রুখে দেওয়ার জন্য একই খরচের তালিকা প্রকাশ করলো রাজ্যের স্বাস্থ্য কমিশন। যেখানে এক্সরে, ইউএসজি, প্যাথলজিক্যাল টেস্ট সহ একাধিক ক্ষেত্রের দাম অর্থাৎ খরচ বেঁধে দেওয়া হয়েছে।
শুক্রবার রাজ্যের স্বাস্থ্য কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রেডিওলজিক্যাল এবং প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার খরচ নিয়ে দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। তারা বিভিন্ন পরীক্ষার খরচ নিয়ে সুপারিশ করেছে। সেই সকল সুপারিশ বিবেচনা করার পর কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের পর এই এ সকল ক্ষেত্রের খরচ বেঁধে দেওয়া হয়েছে।
কোন খাতে কত খরচ হবে
চেস্ট এক্সরে ৪০০ টাকা, চেস্ট আলট্রাসনোগ্রাফি ২২০০ টাকা।
এইচআরসিটি তিন রকম খরচ। যেগুলি যথাক্রমে ৩,৮০০ টাকা (১৬ স্লাইস সিটি স্ক্যান), ৪,৫০০ টাকা (৬৪ স্লাইস সিটি স্ক্যান), ৫,২০০ টাকা (১২৮ স্লাইস সিটি স্ক্যান)।
সিটি পালমোনারি এঞ্জিওগ্রাফি ১০,০০০ টাকা (৬৪ স্লাইস সিটি স্ক্যান) এবং ১১,০০০ টাকা (১২৮ স্লাইস অথবা তার বেশি হলে)।
প্রোক্যালসিটোনিন ৪,০০০ টাকা, আইএল৬ ৩,৫০০ টাকা, ডি ডিমার ২,৩০০ টাকা, ফেরিটিনিন ১,৬০০ টাকা, সিআরপি ১,০০০ টাকা, সোডিয়াম টেস্ট ৪৫০ টাকা, পটাশিয়াম টেস্ট ৪৫০ টাকা, ক্লোরাইড টেস্ট ৪৫০ টাকা, ইলেকট্রোলাইটস ১,২০০ টাকা, এইচসিওথ্রি ৫০০ টাকা, প্রথ্রম্বিন টেস্ট ৫০০ টাকা, এপিটিটি টেস্ট ৬০০ টাকা, সিকে এমবি ব্লাড টেস্ট ১,৩৫০ টাকা, কমপ্লিট হিমোগ্রাম ৪৫০ টাকা, ব্লাড গ্যাস টেস্ট ১৮০০ টাকা।