অতিমারি করোনা ভাইরাসের পর এবার রাজ্যে ভয় ধরাচ্ছে অ্যাডিনো ভাইরাস (Adeno Virus)। যা শিশুদের জন্য খুবই মারাত্মক এক ভাইরাস। হু হু করে বাড়ছে এই ভাইরাস আক্রমণের সংখ্যা। আর সেই আক্রান্তের সংখ্যা কমাতেই নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সম্প্রতি গত মঙ্গল নবান্নের বৈঠকে নয়া গাইডলাইন প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর তরফে রাজ্যের প্রত্যেক হাসপাতলে এই গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এক নজরে দেখে নিন সেই নয়া গাইডলাইন।
সম্প্রতি মঙ্গলবার নবান্নের জরুরি বৈঠকে স্বাস্থ্য দপ্তর তরফে রাজ্যের প্রত্যেক হাসপাতালগুলিকে সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টাই পেডিয়াট্রিক অ্যাকিউট রেসপেরিটরি ক্লিনিক (ARI) চালু রাখতে বলা হয়েছে। এছাড়াও, ভিড় এড়াতে প্রত্যেকটি হাসপাতালে ২৪ ঘণ্টা পৃথক পেডিয়াট্রিক অ্যাকিউট রেসপেরিটরি ক্লিনিক চালু করার কথা বলা হয়েছে। সাথে বিশেষজ্ঞ চিকিৎসক রাখার কথাও বলা হয়েছে স্বাস্থ্য দপ্তর তরফে।
অন্যদিকে, অ্যাডিনো ভাইরাস (Adeno Virus) রোগীদের অবস্থা খুব ক্রিটিকাল হলে তার জন্য প্রতিটি হাসপাতালে ভেন্টিলেশনসহ আইসিইউ, সিসিইউ ব্যবস্থা করার কথাও জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এছাড়াও, এই ভাইরাস রোগীদের যাতে চিকিৎসা পেতে সমস্যা না হয় তার জন্য প্রত্যেকটি হাসপাতালে স্বাস্থ্য দপ্তর সংশ্লিষ্ট পিজিটি চিকিৎসক এবং সিনিয়র রেসিডেন্ট রাখার কথাও জানিয়েছে। এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তর গাইডলাইনে এও জানিয়েছে যে মেডিক্যাল সুপারিনট্যান্ড্যান্ট অথবা অধ্যক্ষের অনুমতি ছাড়া কোনও অসুস্থ শিশুকে রেফার করা যাবে না।
এই সবকিছুর পাশাপাশি মারণ রোগ অ্যাডিনো ভাইরাস (Adeno Virus) রুখতে রোগীদের চিকিৎসার সুবিধার্থে হেডলাইন নম্বরও চালু করেছে স্বাস্থ্য দপ্তর। এই হেল্পলাইন নম্বর হলো 1800-313444-222। অন্যদিকে, প্রতিটি হাসপাতালে চিকিৎসার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশিক্ষণ দেওয়ার কথাও জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এছাড়াও, শিশুদের এই রোগ থেকে মুক্ত করার জন্য বারংবার হাসপাতাল সহ প্রত্যেক মানুষের স্যানিটাইজ করা উচিত বলে গাইডলাইনে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।
এর পাশাপাশি গাইডলাইনে এও প্রকাশ করা হয়েছে যে, বিসি রায় শিশু হাসপাতাল, কলকতা মেডিক্যাল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, মালদহ মেডিক্যাল কলেজ-সহ মোট পাঁচটি হাসপাতালকে পেডিয়াট্রিক হাব হিসেবে কাজে লাগাতে হবে। এবং এই মারণ রোগ থামাতে প্রত্যেক জায়গায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের এই রোগ সম্পর্কে সতর্ক করতে হবে সাধারণ মানুষদের।