৬ হাজারের বেশি নার্স নিয়োগ রাজ্যে, অনলাইনে হবে আবেদন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। করোনাকালে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করার পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা জানানো হয়েছে ৬ হাজারের বেশি। এই সকল শূন্যপদে আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisements

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Health Recruitment Board) -এর তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে স্টাফ নার্স, ডেন্টাল টেকনিশিয়ান/মেকানিক, মেডিক্যাল টেকনোলজিস্ট, সায়েন্টিফিক অফিসার, অ্যাসিস্ট্যান্ট সুপারিটেনডেন্ট (নন মেডিক্যাল) এবং মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা জানানো হয়েছে ৬ হাজার ৩১০টি। এই সকল শূন্যপদে আপাতত চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।

Advertisements

সবথেকে বেশি শূন্যপদ রয়েছে স্টাফ নার্স পদে নিয়োগের জন্য। এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ৬১১৪টি। আবেদনকারীদের বয়স হতে হবে ২০২১ সালের ১ জানুয়ারির ভিত্তিতে ২০ বছর থেকে ৩৯ বছর। আবেদনকারীদের বাধ্যতামূলক ভাবে থাকতে হবে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স অথবা বিএসসি (নার্সিং) পাশ, বাংলা অথবা নেপালি ভাষায় লিখতে এবং বলতে পারার দক্ষতা।

Advertisements

এর পাশাপাশি যে সকল শূন্যপদে নিয়োগ করা হবে সেই সকল শূন্যপদের সংখ্যা হল ডেন্টাল টেকনিশিয়ান/ডেন্টাল মেকানিক শূন্যপদ ১৯, মেডিক্যাল টেকনোলজিস্ট (গ্রেড-২) শূন্যপদ ১৩২, সায়েন্টিফিক অফিসার শূন্যপদ ১, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (নন মেডিক্যাল) শূন্যপদ ৪৩, মেডিক্যাল অফিসার শূন্যপদ ১। এই সকল আলাদা আলাদা পদে নিয়োগের ক্ষেত্রে রয়েছে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা।

রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের এই সকল শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীরা www.wbhrb.in ওয়েবসাইট থেকে যাবতীয় প্রয়োজনীয় তথ্য পাবেন এবং এই ওয়েবসাইট থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ হল ১৮ নভেম্বর ২০২১।

Advertisements