Advertisements

Higher Secondary syllabus: বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস, বড় পরিবর্তন আসছে বাংলা, ইংরেজি ও ইতিহাসে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রায় ১২ বছর আগে উচ্চমাধ্যমিকের সিলেবাসে (Higher Secondary syllabus) পরিবর্তন এনেছিল শিক্ষা সংসদ (WBCHSE)। আর ১২ বছর পর ফের সিলেবাসে পরিবর্তন আসতে চলেছে। সিলেবাসে এমন পরিবর্তন আসতে চলেছে মূলত পরীক্ষা পদ্ধতি বদলে দেওয়ার কারণে। কেননা এই বছর যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে এবং তারা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তখন তাদের নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে।

Advertisements

নতুন পদ্ধতিতে পরীক্ষা হওয়ার বিষয়ে বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, আর সেই জল্পনাই দিন কয়েক আগে সিলমোহর দেয় শিক্ষা সংসদ। শিক্ষা সংসদের সীলমোহর দেওয়ার সঙ্গে সঙ্গেই উচ্চমাধ্যমিকের পরীক্ষার পরিণত হয় সেমিস্টার পদ্ধতিতে। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে দুটি সেমিস্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সম্মতি দেয়।

Advertisements

রাজ্য সরকার এবং রাজ্য শিক্ষা সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের পরের বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা নভেম্বর মাসে প্রথম সেমিস্টার দেবে এবং মার্চ মাসে দেবে দ্বিতীয় সেমিস্টার। প্রথম সেমিস্টার হবে ওএমআর সিটে এমসিকিউয়ের মাধ্যমে। আর দ্বিতীয় সেমিস্টার হবে বর্ণনামূলক অর্থাৎ প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের উত্তর দিতে হবে উত্তরপত্রে। এই দুই পরীক্ষার নম্বর যুক্ত করে ফলাফল প্রকাশ করা হবে।

Advertisements

আরও পড়ুন ? Higher Secondary Exam Rules Changed: উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে বদল, এবার এলো সেমিস্টার, দেখে নিন কোন মাসে পরীক্ষা, কোন মাসে রেজাল্ট

এরই পরিপ্রেক্ষিতে নতুন যে সিলেবাস আসছে সেই সিলেবাসে ইংরেজি ও বাংলা পুরোপুরিভাবে বদলে যাবে বলেই জানা যাচ্ছে। বিজ্ঞানের ক্ষেত্রে তেমন কিছু পরিবর্তন আসবে না, অন্যদিকে ইতিহাসের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আসতে পারে। কেননা ইতিহাসের সিলেবাসকে আরও আধুনিক করা হবে। ইতিহাসে একেবারে পুরাতন ঘটনার বড় অংশ বাদ যাবে শিক্ষাবিদদের পরামর্শে বলেই জানা যাচ্ছে। আর সেই জায়গায় একেবারে সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ থাকবে। ভারতের হওয়া জি-২০ সম্মেলনের উল্লেখ থাকতে পারে বলেও সূত্রের খবর।

এর পাশাপাশি জানা যাচ্ছে বাংলা ও ইংরেজির সব পদ্য ও গদ্য বদলে যাবে। পাশাপাশি কমার্স অর্থাৎ বাণিজ্য বিভাগের সিলেবাসও অনেকটাই আধুনিক করা হবে। যেখানে জিএসটির মতো পরিকাঠামো যুক্ত হতে পারে। নতুন এই সিলেবাস চলতি মাসে ঘোষণা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisements