রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খারাপ খবর, কমে গেল ছুটি, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২২ সালে রাজ্যের সরকারি কর্মচারীরা কোন কোন দিন ছুটি পাবেন তা নিয়ে শুক্রবার রাজ্যের অর্থ দপ্তরের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে ২০২১ সালের তুলনায় ছুটির সংখ্যা কমছে। এই ছুটির সংখ্যা কমার কারণে রাজ্য সরকারি কর্মচারীদের মাথায় হাত পড়লেও ছুটির আনন্দ মোটেই কমছে না।

Advertisements

আগামী বছর দুর্গা পুজোর সময় রাজ্যের সরকারি কর্মচারীদের রয়েছে টানা ১১ দিনের ছুটি। এছাড়াও কালীপুজো, ভাইফোঁটা মিলিয়ে পাওয়া যাবে আরও চার দিন ছুটি। অন্যদিকে ২০২১ সালের তুলনায় ছুটির সংখ্যা কমলেও তা খুব একটা হেরফের নয়। মূলত রবিবার বেশকিছু ছুটির দিন পড়ে যাওয়ার কারণে সরকারি কর্মচারীরা তাদের সেই ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন।

Advertisements

এনআই অ্যাক্ট অনুযায়ী আগামী বছর রাজ্যের সরকারি কর্মচারীরা মোট ১৮ দিন ছুটি পাবেন। তবে এর সঙ্গে রাজ্য সরকারের ছুটি যুক্ত হয়ে ছুটির সংখ্যা অনেকটাই বেড়ে যাচ্ছে। পাশাপাশি পুজোর সময় টানা ছুটির তালিকা সামনে আসতেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বইছে খুশির হাওয়া।

Advertisements

২০২২ সালে রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ১৫ মার্চ দোলযাত্রা, ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী ও মহাবীর জয়ন্তী, ১৫ এপ্রিল গুড ফ্রাইডে, ৩ মে ইদ, ৯ মে রবীন্দ্র জয়ন্তী, ১৬ মে বুদ্ধ পূর্ণিমা, ৯ অগাস্ট মহরম, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস, ৩ থেকে ৫ অক্টোবর দুর্গাপুজো, ২৪ অক্টোবর কালীপুজো, ৮ নভেম্বর গুরু নানকের জন্মদিন।

রবিবার ছুটির দিন পড়ে যাওয়ার কারণে যে সকল ছুটি মার যাচ্ছে সেগুলি হল ২৩ জানুয়ারি, ১০ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, ১ মে মে দিবস, ১০ জুলাই বখরি ইদ, ২৫ সেপ্টেম্বর মহালয়া, ২ অক্টোবর, ৯ অক্টোবর লক্ষ্মীপূজা, ৩০ অক্টোবর ছট ও ২৫ ডিসেম্বর বড়দিন।

Advertisements