নিজস্ব প্রতিবেদন : রাজ্যে প্রতিনিয়ত সংক্রমণের সংখ্যা বাড়লেও সাধারণ মানুষের কথা মাথায় রেখে সেপ্টেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে লোকাল এবং মেট্রো ট্রেন পরিষেবা চালু করা নিয়ে তোড়জোড় শুরু হল রাজ্যের। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রেল বোর্ডের চেয়ারম্যানকে একটি চিঠি দিয়েছেন। যে চিঠিতে অনুরোধ করা হয়েছে প্রোটোকল মেনে রাজ্যে লোকাল এবং মেট্রো রেল পরিষেবা চালু করার জন্য। চিঠিতে জানানো হয়েছে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যে এই দুটি পরিষেবা চালু করা হলে রাজ্য সরকারের তরফ থেকে কোনো আপত্তি থাকবে না।
দেশজুড়ে চলছে আনলক পর্যায়। ইতিমধ্যেই আনলক পর্যায়ের তিনটি ধাপ শেষ হতে চলল। আশা করা হচ্ছে সেপ্টেম্বর মাসেই আনলক পর্যায়ের চতুর্থ ধাপ শুরু হবে। আর এই পর্যায়ে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা সচল হবে কিনা তা নিয়ে দেশজুড়ে জল্পনা। আর এই জল্পনার মাঝেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবকে এই চিঠি দিয়েছেন। যে চিঠিতে সেপ্টেম্বর মাসে রাজ্যে লোকাল এবং মেট্রো রেল পরিষেবা সচল করার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, বর্তমান স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব এবং অন্যান্য প্রটোকল মেনে পশ্চিমবঙ্গে লোকাল এবং মেট্রো রেল পরিষেবা সচল করা যেতে পারে। পাশাপাশি চিঠিতে এটাও বলা হয়েছে যে পরিষেবা চালু করার আগে কিভাবে যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা বজায় রেখে পরিষেবা চালু করা যায় তা যেন রাজ্যের সাথে পরামর্শ করেই ঠিক করে রেল বোর্ড।
দেশজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে গত মার্চ মাসের ২২ তারিখ থেকে রেল পরিষেবা বন্ধ রয়েছে। আর এই রেল পরিষেবা বন্ধ থাকাকালীন দেশের কোটি কোটি মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। তবে সংক্রমণের কথা মাথায় রেখে এখনো পর্যন্ত রেল পরিষেবাকে সচল করার মতো পদক্ষেপ নিতে পারেনি ভারতীয় রেল। যদিও পরবর্তীকালে শ্রমিক স্পেশাল ট্রেন এবং বেশ কিছু স্পেশাল ট্রেন দেশের বিভিন্ন শহরের মধ্যে চালিয়ে ভারতীয় রেল সাধারণ মানুষের অসুবিধাকে কিছুটা হলেও লাঘব করে।
অন্যদিকে দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের নির্দিষ্ট সংখ্যক লোকাল ট্রেন এবং মেট্রো চালু করা যেতে পারে। স্বাস্থ্যবিধি মেনে এই সকল ট্রেনগুলিকে চালু করা হলে রাজ্যের কোন আপত্তি থাকবেনা। আর মুখ্যমন্ত্রীর ঘোষণার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রেল বোর্ডকে লোকাল ট্রেন এবং মেট্রো রেল পরিষেবা চালু করার বিষয়ে আবেদন চিঠি পাঠালেন।