নিজস্ব প্রতিবেদন : চলতি সপ্তাহেই পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। যে বাজেটে একাধিক ক্ষেত্রে জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রেই দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এরপর শুক্রবার পেশ হল রাজ্যের অন্তর্বর্তী বাজেট। বাজেট পেশের পশ্চিমবঙ্গের বাসিন্দারা কি কি পেলেন তাই দেখে নিতে চাইছেন। চলুন দেখে নেওয়া যাক রাজ্যের বাসিন্দাদের প্রাপ্তির তালিকা।
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের অনুপস্থিতিতে শুক্রবার বিধানসভায় এই বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বাজেট পেশ করার সময় তিনি জানান, “গত অর্থবছরে তুলনায় চলতি অর্থবর্ষে রাজ্যের জিডিপি বৃদ্ধি পেয়েছে ২.৭%। রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে ২.৯ শতাংশ।”
বিভিন্ন খাতে বরাদ্দের তালিকা
১) ৫০ কোটি টাকা অর্থ সাহায্যের ঘোষণা সরকারি অনুমোদন প্রাপ্ত মাদ্রাসাগুলিকে।
২) তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষদের পাকা বাড়ি তৈরি করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে দেড় হাজার কোটি টাকা। লক্ষ ২০ হাজার পাকা বাড়ি তৈরি করার।
৩) রাজ্যের ১০ হাজার পড়ুয়াকে সরকারি দপ্তরে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার ঘোষণা করা হয় রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। এই লক্ষ্যমাত্রা পূরণ করা হবে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে।
৪) ৮০০ টি স্কুল তৈরি করার ঘোষণা করা হলো এই অন্তর্বর্তী বাজেটে। এই স্কুলগুলি ১০০ টি হবে ইংরেজি মাধ্যম, হিন্দি মাধ্যম উর্দু মাধ্যমের। ১০০টি কুর্মি ভাষার মাধ্যম হিসেবে। যেখানে তপশিলি জাতি ও উপজাতিদের পড়ুয়াদের পড়াশোনার সুযোগ করে দেওয়া হবে। এছাড়াও ৫০০টি আরও স্কুল তৈরি করা হবে অলচিকি ভাষার মাধ্যম হিসেবে। রাজবংশী ভাষায় ১০০ স্কুলকে সরকারি অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি নিয়োগ করা হবে দেড় হাজার প্যারাটিচার।
৫) কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের ভাতা বাড়ানোর ঘোষণা করা হলো এই বাজেটে। ১০০০ টাকা করে ভাতা বাড়াচ্ছে রাজ্য সরকার। অর্থাৎ আগে যেখানে বার্ষিক ভাতা পাওয়া যেত ৫০০০ টাকা সেখানে এখন তা পাওয়া যাবে ৬০০০ টাকা। ন্যূনতম সহায়তা ২০০০ টাকা থেকে বেড়ে হল ৩০০০ টাকা। পাশাপাশি কেন্দ্রের কিষান সম্মান নিধি প্রকল্প দ্রুত চালু করার অনুরোধ করা হল রাজ্য সরকারের তরফ থেকে।
৬) রাজ্যের অন্তর্বর্তী বাজেটে চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের আওতায় ৩ লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ি দেওয়ার ঘোষণা করা হলো।
৭) নেতাজির নামে কলকাতা পুলিশে ব্যাটেলিয়ান তৈরি করা হবে এবং রাজ্যের প্রতিটি জেলায় জয় হিন্দ ভবন তৈরি করা হবে।
৮) রেশন ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী এই বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ২০২১ সালের জুন মাসের পরেও বিনামূল্যে রেশন পাবেন রাজ্যের নাগরিকরা।
৯) রান্না করা খাবার পরিবেশনের জন্য রাজ্যজুড়ে চালু হবে ‘মা কিচেন’। যেখানে স্বল্পমূল্যে খাবার পাওয়া যাবে।
১০) স্বাস্থ্যসাথী প্রকল্প ধারাবাহিক ভাবে চলবে। বছরের যেকোনো সময় এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন রাজ্যের নাগরিকরা। তিন বছর পর হবে নবীকরণ।
১১) প্রতিবছর দুবার করে ‘দুয়ারে সরকার’ এবং ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি গ্রহণ করা হবে।
১২) দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা প্রতিবছর বিনামূল্যে ট্যাব দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের এই অন্তর্বর্তী বাজেটে।
১৩) প্যারা টিচারদের জন্য ৩ শতাংশ বেতন বৃদ্ধি এবং অবসরকালীন একসাথে এককালীন ৩ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয় এই অন্তর্বর্তী বাজেটে।
১৪) বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন ৬০ বছর বয়সের প্রত্যেক নাগরিককে বার্ধক্য ভাতা এবং ১৮ বছরের বেশি প্রত্যেক বিধবাদের বিধবা ভাতা দেওয়া হবে। পাশাপাশি দরিদ্র মাঝিদের জন্য মাসে ১ হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
১৫) আগামী পাঁচ বছরে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রতিটি গ্রামীণ রাস্তাকে জুড়ে দেওয়া হবে রাজ্য সড়কের সাথে।
১৬) যাত্রীবাহী যানবাহনের জন্য ৬ মাস রোড ট্যাক্স মুকুবের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত রোড ট্যাক্স দিতে হবে না।