West Bengal is going to get the sixth Vande Bharat Express: ভারতীয় মন্ত্রকের দ্বারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ভিন্ন ভিন্ন পাঁচটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনটে রুটে এই এক্সপ্রেসের পরিষেবা চালু হয়ে গেছে। এগুলি হল হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-পুরি। বাকি দুটি রুটেও খুব শিঘ্রই চালু হয়ে যাবে। তবে পুজোর আগে ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস (6th Vande Bharat Route) চালুর সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু কোন রুটে চালু হবে এই বন্দে ভারত এক্সপ্রেস? জানতে হলে প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।
সংবাদমাধ্যমের মাধ্যমে জানা গিয়েছে, নরেন্দ্র মোদি একই সময়ে নয়টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করবেন। যার মধ্যে দুটি ট্রেন পশ্চিমবঙ্গ পাবে। ট্রেন দুটি হল পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। এই দুটো রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালুর পথে। তবে এবার হাওড়া থেকে আরও একটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালুর সম্ভাবনা রয়েছে (6th Vande Bharat Route)।
ইতিমধ্যে এই বন্দে ভারত এক্সপ্রেসটির (6th Vande Bharat Route) পরিষেবা চালু হওয়া নিয়ে তথ্য উঠে এসেছে। জামশেদপুরের বিজেপি সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো জানান, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাকে জানিয়েছেন যে, এই ট্রেনটি হাওড়া থেকে টাটা নগরের মধ্যে চলবে। বিদ্যুৎ বরণ মাহাতো জানান, সম্ভবত শুক্রবারে এটির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এমপি এই তথ্যের জন্য রেলমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়া চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের ডিআরএম টাটানগর থেকে বারানসি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালুর কথা শেয়ার করেছেন। একটি সোশ্যাল সাইটে তিনি লিখেছিলেন, জামশেদপুর ও রাঁচি থেকে বারানসী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাটি নিয়ে জমি জরিফের কাজ চলছে এবং এই তথ্যের উপর ভিত্তি করে রেল মন্ত্রক সিদ্ধান্ত গ্রহণ করবে। দক্ষিণ-পূর্ব রেলওয়ে সেই মাফিক এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার সমীক্ষা চালাচ্ছে।
তবে কানাঘুষোতে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা কিছুদিন ধরে শোনা যাচ্ছে। সেটি হল বননগাঁ-দীঘা বন্দে ভারত এক্সপ্রেস। যদিও বিষয়টি শুধু মাত্র মৌখিক প্রস্তাব ও মৌখিক আশ্বাসের পর্যায়েই রয়েছে। এই নিয়ে কোন পক্ষ থেকেই বিশেষ কোন তোড়জোড় চোখে পড়ে নি। তবে এই ট্রেনটি চালু হলে শিয়ালদা-বনগাঁ ডিভিশনের মানুষের কাছে দীঘা যাওয়া আরও সহজ হয়ে উঠবে।