Largest station in country: সবচেয়ে বড় রেলস্টেশনের তালিকায় হাওড়া, শিয়ালদা কত নম্বরে! জানলে গর্বে বুক ভরে যাবে

In the country’s largest station list, two stations from Bengal shine at the top spot: আমাদের দেশে বিভিন্ন প্রকার পরিবহন ব্যবস্থার প্রচলন থাকলেও রেল ব্যবস্থা সব থেকে বেশি জনপ্রিয় সাধারণ মানুষের কাছে। ভারতের সর্বপ্রথম পণ্যবাহী ট্রেন চালু হয়েছিল ১৮৫৩ সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত ব্রিটিশ সরকারের হাত ধরে। এর পরবর্তী বছরে অর্থাৎ ১৮৫৪ সালে আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়েছিল রেল ব্যবস্থা হাওড়া থেকে পান্ডুয়া পর্যন্ত। সময় প্রবাহের সাথে সাথে ব্রিটিশ ভারত ছাড়ার পরে ভারত সরকারের হাতে চলে আসে জনপ্রিয় এই পরিষেবাটি। আমাদের দেশে প্ল্যাটফর্ম সংখ্যা নিরিখে বৃহত্তম স্টেশন (Largest station in country) কোনগুলি সেই সম্পর্কিত তথ্য নিয়ে আজ আমাদের এই প্রতিবেদন।

এর পরবর্তীতে যাত্রী সুরক্ষা এবং স্বাচ্ছন্দের কথা চিন্তা করে রেল দপ্তরের তরফ থেকে বিবিধ প্রকল্প গ্রহণ করা হয়েছে। যাত্রী সুবিধার জন্য রেল ব্যবস্থা পৌঁছেছে দূর দূরান্তে, যার জন্য স্থাপিত হয়েছে বহু স্টেশন। সব থেকে গর্বের বিষয় বৃহত্তম স্টেশনের শীর্ষ তালিকায় রয়েছে আমাদের বাংলার দুই স্টেশন।

হাওড়া স্টেশন: প্ল্যাটফর্ম সংখ্যার ভিত্তিতে ভারতের সবথেকে বৃহত্তম স্টেশন (Largest station in country) হলো হাওড়া স্টেশন। স্টেশনটি ১৬৯ বছর পুরনো। পূর্ব ভারতের সর্বপ্রথম রেল পরিবহন ব্যবস্থা চালু হয়েছিল ১৮৫৪ সালে এই হাওড়া স্টেশনের মাধ্যমে। সম্প্রতি গোল্ডেন স্টেশনের তকমা পেয়েছে এই প্রাচীন স্টেশনটি। এতে ২৩ টি প্ল্যাটফর্ম বর্তমান। লোকাল এবং দূরপাল্লার বহু ট্রেন যাতায়াত করে এই স্টেশন থেকে। প্রত্যেকদিন প্রায় ছয় লক্ষের উপর যাত্রী উক্ত স্টেশনে পরিষেবা পান।

শিয়ালদা স্টেশন: প্ল্যাটফর্ম সংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের এই বিখ্যাত ষ্টেশনটি ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেশন (Largest station in country) হিসাবে পরিচিত। এটির প্ল্যাটফর্ম সংখ্যা ২১ টি। হাওড়ার মতো এটিও অত্যন্ত ব্যস্ততম স্টেশন হিসাবেই পরিচিত। পূর্ব রেলের বিখ্যাত স্টেশন হওয়ায় বহু দূরপাল্লার ট্রেন শিয়ালদা স্টেশন থেকে যাতায়াত করে। এছাড়াও দৈনিক লক্ষাধিক মানুষ লোকাল ট্রেনের পরিষেবা পান উক্ত স্টেশনের মাধ্যমে। ট্রেন চলাচলের জন্য এই স্টেশনে রয়েছে দুটি শাখা দক্ষিণ শাখা এবং উত্তর শাখা।

ছত্রপতি শিবাজী টার্মিনাস: মহারাষ্ট্রের অত্যন্ত বিখ্যাত এবং ব্যস্ততম স্টেশন হলো ছত্রপতি শিবাজী টার্মিনাস। উক্ত স্টেশনটি UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যায় ভূষিত হয়েছে। পূর্বে এটি ভিক্টোরিয়া টার্মিনাস নামে বিখ্যাত ছিল। বহু ইতিহাস বুকে করে আজও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে ভারতের তৃতীয় বৃহত্তম (Largest station in country) এই স্টেশনটি। ১৮ টি প্ল্যাটফর্ম বর্তমান এই স্টেশনটিতে। প্রতিদিন ১৩০ টি ট্রেন এই স্টেশনের মাধ্যমে যাতায়াত করে, এর ফলে কয়েক লক্ষাধিক মানুষ উপকৃত হন।

চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন: আমাদের ভারতের অন্যতম পরিচ্ছন্ন স্টেশন হিসাবে সুপরিচিত চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন টি। প্ল্যাটফর্ম সংখ্যা ১৭ টি হওয়ায় ভারতের বৃহত্তম (Largest station in country) স্টেশনের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে এই স্টেশনটি। এই প্ল্যাটফর্ম গুলিকে ট্রেন চলাচলের সুবিধার্থে দুটি ভাগে ভাগ করা হয়েছে। 12 টি দূরপাল্লার ট্রেন চলাচলের জন্য এবং পাঁচটি লোকাল ট্রেন চলাচলের জন্য। উক্ত স্টেশনের মাধ্যমে ২০০ টি দূরপাল্লার ট্রেন এবং ২৫৭ টি লোকাল ট্রেন দৈনিক চলাচল করে। এর মাধ্যমে দৈনিক উপকৃত হন পাঁচ লক্ষেরও বেশি মানুষ। দক্ষিণ ভারতের সব থেকে ব্যস্ততম এবং লাভবান স্টেশন হিসাবে পরিচিত এই চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনটি।

নিউ দিল্লি রেল স্টেশন: ভারতের চতুর্থ ব্যস্ততম স্টেশন হলো নিউ দিল্লী রেলস্টেশন। ১৬ টি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত এই স্টেশন ভারতের বৃহত্তম স্টেশনের তালিকায় রয়েছে পঞ্চম নম্বরে। বিশ্বের জটিল ইন্টারলকিং সিস্টেমটি বর্তমান রয়েছে এটিতে। দৈনিক ৩৫০ টি ট্রেন যাতায়াত করে এই স্টেশনের মাধ্যমে যার ফলে উপকৃত হন পাঁচ লক্ষেরও বেশি যাত্রী।

আমেদাবাদ জংশন রেল স্টেশন: গুজরাটের বৃহত্তম এবং জনপ্রিয় স্টেশন হিসাবে সুপরিচিত এই আমেদাবাদ জংশন রেল স্টেশনটি। ১২ টি প্ল্যাটফর্মের সমন্বয়ে গঠিত এই স্টেশনটি ভারতের ষষ্ঠ বৃহত্তম স্টেশন। ৩৪০ টি ট্রেন দৈনিক চলাচলের ফলে উপকৃত হন বহু মানুষ এই স্টেশনটির মাধ্যমে। পশ্চিম রেলওয়ে বিভাগের দ্বিতীয় লাভজনক স্টেশনের তকমা পেয়েছে এটি। ভিআইপি লাউঞ্জ, লিফট, গল্ফ কোর্স, এস্কেলেটর সহ একাধিক উন্নত মানের পরিষেবা পাওয়া যায় এই স্টেশনটির মাধ্যমে।

খড়গপুর জংশন স্টেশন: পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব রেলওয়ে বিভাগের ব্যস্ততম স্টেশন হল এই খড়গপুর জংশন স্টেশন। ১০৭২.৫ মিটার দীর্ঘ এই স্টেশনটি ভারতে দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম স্টেশনের তকমা পেয়েছে। এই স্টেশনটিতে রয়েছে ১২ টি প্ল্যাটফর্ম, সে কারণে বৃহত্তম স্টেশনের তালিকায় এটি রয়েছে সপ্তম স্থানে। দৈনিক ১৭৬ টি ট্রেন চলাচল করে উক্ত স্টেশনটির মাধ্যমে। এশিয়ার বৃহত্তম রেলওয়ে সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেমটি রয়েছে এই স্টেশনেই।