বেকারদের জন্য সুখবর, প্রশিক্ষণ দিয়ে ১ লক্ষ চাকরির ব্যবস্থা করছে রাজ্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বেকার যুবক যুবতীদের সামনে জীবনের সবথেকে বড় লক্ষ্য হলো কর্মসংস্থান। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা নিজেদের জীবনের সর্ব প্রচেষ্টা চালান। তবে বর্তমানে কর্মসংস্থানের অভাবে বহু বেকার যুবক যুবতীয় তাদের এই লক্ষ্যে পৌঁছাতে পারেন না। আর এই সকল বেকার যুবক যুবতীদের জন্য এবার সুখবর দিলো রাজ্য সরকার।

Advertisements

Advertisements

রাজ্যের এক লক্ষ বেকারদের কর্মসংস্থান করে দেওয়ার লক্ষ্যে রাজ্য শ্রম দপ্তর প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এই প্রশিক্ষণের মধ্য দিয়েই প্রশিক্ষণ শেষ হওয়ার পরই তাদের কাজে নিযুক্ত করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। রাজ্যের বিভিন্ন জুট মিলে সুদক্ষ শ্রমিকের অভাব পূরণ করা হবে এই পদক্ষেপের মাধ্যমে। প্রশিক্ষণ শেষে তারা চটকলে কাজ পাবেন বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।

Advertisements

দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর লজডাউন জারি হলে সেই সময় থেকেই জুট মিলে কাজ করা বহু শ্রমিক নিজেদের বাড়ি ফিরে গেছেন। পরবর্তীকালে আনলক হলেও এই সকল শ্রমিকদের ৩৫ শতাংশ শ্রমিকই আর কাজে যোগ দেননি। যে কারণে দক্ষ শ্রমিকের অভাবে সংকটে পড়েছে রাজ্যের চটকলগুলি। আর এই সমস্যা মেটাতে রাজ্য দপ্তরের তরফ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

শ্রম মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন চটকল থেকে উৎপাদিত চটের ব্যাগের চাহিদা রয়েছে দেশজুড়ে। হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যের চিনি এবং আটা কারখানায় এই সকল চটের ব্যাগ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু গত বছর এই চটের ব্যাগ যোগানের ক্ষেত্রে ১৫% ঘাটতি ছিল। মূলত কারখানা বন্ধ থাকায় এবং কর্মীদের অভাবের কারণেই এই ঘাটতি হয়। এই সমস্যা মেটাতে রাজ্যের একাধিক চটকল কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে এবং এক লক্ষ বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে যা জানা গিয়েছে তাতে বেকার যুবক-যুবতীদের তিন মাসের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়ার সময় তাদের ভাতাও দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হলে তাদের কাজে নিয়োগ করা হবে।

Advertisements