এপ্রিলে বাংলায় আসছে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস, চলবে এই দুই রুটে

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) এখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দ্রুত গতিতে এগিয়ে চলেছে পরিকাঠামোগত দিক দিয়ে। প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে ব্রিটিশ আমলের রেলকে নতুন রূপ দিচ্ছে ভারত। আর এই সকল রূপের বাস্তবায়ন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

ভারতীয় রেলের তরফ থেকে দেশের বিভিন্ন রুটে ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে। এই সকল রুটের মধ্যে বাংলায় চলছে একটি বন্দে ভারত। তবে খুব তাড়াতাড়ি বাংলায় তিন থেকে চারটি বন্দে ভারত এক্সপ্রেস আসতে চলেছে বলেই জানা যাচ্ছে। এই সকল ট্রেনগুলির মধ্যে দুটি ট্রেন আসতে চলেছে এপ্রিল মাসে।

হাওড়া নিউ জলপাইগুড়ি ছাড়া আরও যে সকল বন্দে ভারত এক্সপ্রেস বাংলার শিকেয় জুটতে চলেছে তার মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে হাওড়া পুরি, নিউ জলপাইগুড়ি গুয়াহাটি। এই সকল রুট ছাড়াও নতুন দুটি ট্রেন এপ্রিল মাসে নতুন দুটি রুটে পথচলা শুরু করবে। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে এবং নতুন দুটি রুট সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন।

রেল সূত্রে যা জানা যাচ্ছে তাতে এপ্রিল মাসে নতুন যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্র্যাকে ছুটতে পারে সেই দুটি ট্রেনের মধ্যে একটি ছুটবে হাওড়া থেকে পাটনা এবং অন্য একটি ছুটবে হাওড়া থেকে বারাণসী। হাওড়া থেকে পাটনা ট্রেনটি ঝাড়খন্ডের রাঁচির উপর দিয়ে যাতায়াত করবে। অন্যদিকে হাওড়া থেকে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি গয়ার উপর দিয়ে যাতায়াত করবে।

এপ্রিল মাসে এই দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার বিষয়ে যে খবর পাওয়া যাচ্ছে সেই খবর বাস্তবায়িত হলে বাংলার কপালে একের পর এক বন্দে ভারত জুটতে শুরু করবে। কারণ এই দুটি ট্রেন ছাড়াও আরও একাধিক রুটে হাওড়া থেকে বন্দে ভারত চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের।