বাংলায় আজকে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস, চলবে এই দুই রুটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বৃদ্ধি করার জন্য ভারতীয় রেল (Indian Railways) নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে দেশের সবচেয়ে দ্রুতগতির সেমি হাই স্পিড এই ট্রেনটি। দেশে এখনো পর্যন্ত ১৮টি বন্দে ভারত যাত্রা শুরু করেছে। উল্লেখযোগ্য বিষয় হল এই ১৮ টি বন্দে ভারতের মধ্যে তিনটি রয়েছে পশ্চিমবঙ্গে। বন্দে ভারতের তালিকায় দিল্লি, মহারাষ্ট্রের মতো রাজ্যকে টেক্কা দিচ্ছে বাংলা।

Advertisements

পশ্চিমবঙ্গে যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে তার মধ্যে একটি যাতায়াত করে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া। অন্যটি যাতায়াত করে হাওড়া থেকে পুরী এবং পুরি থেকে হাওড়া আর সদ্য চালু হওয়ার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি যাতায়াত করছে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি।

Advertisements

তবে এরই মধ্যে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস বাংলায় এসে পৌঁছানোর জল্পনা তৈরি হলো। সূত্র মারফত জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি আরও দুটি বন্দে ভারত বাংলায় এসে পৌঁছাবে এবং ওই দুটি ট্রেন হাওড়া থেকেই দুটি রুটে যাতায়াত করবে। বাংলায় এখনো পর্যন্ত যে সকল বন্দে ভারত যাত্রা শুরু করেছে তাদের ব্যাপক চাহিদা রয়েছে আর সেই চাহিদার কথা মাথায় রেখে নতুন দুটি বন্দে ভারত চালানোর পরিকল্পনা গ্রহণ করছে রেল, এমনটাই মনে করা হচ্ছে।

Advertisements

বাংলার বুকে আরও যে দুটি বন্দে ভারত খুব তাড়াতাড়ি চালু হওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে, তার মধ্যে একটি ট্রেন যাতায়াত করবে হাওড়া থেকে বিহারের রাজধানী পাটনা পর্যন্ত। অন্যদিকে দ্বিতীয়টি যাতায়াত করবে হাওড়া থেকে উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত। যদিও এই বিষয়ের রেলের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

রেলে তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানানো না হলেও এই নিয়ে জল্পনার শেষ নেই। বর্তমানে তিনটি এবং আগামী দিনে আরও দুটি বন্দে ভারত বাংলায় এসে পৌঁছালে বন্দে ভারতের সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়াবে পাঁচ। বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যার নিরিখে দেশের অন্যান্য রাজ্যকে টেক্কা দেবে বাংলা। এর পাশাপাশি এই বছর স্বাধীনতা দিবস আসার আগেই বন্দে ভারতের সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি করতে চলেছে রেল। ট্রেনের সংখ্যা এতটাই বৃদ্ধি পাবে যে প্রতি মাসে ৬ থেকে ৭ টি বন্দে ভারতের সূচনা হতে পারে।

Advertisements