দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, আশঙ্কা হাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদন : পুজোর মধ্যেই বর্ষার ভ্রুকুটি দেখেছে পশ্চিমবঙ্গ। খাতায়-কলমে সবেমাত্র বাংলা ছাড়তে চলেছে মৌসুমী বায়ু। শীত এখনও অনেক দেরি, আর তারই মাঝে চোখ রাঙাচ্ছে আশ্বিনের প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা।

একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, বেসরকারি হাওয়া অফিস সংস্থার বর্ষা পরবর্তী দীর্ঘমেয়াদি রিপোর্ট অনুযায়ী অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে ক্ষীন হলেও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী উড়িষ্যা উপকূল থেকে বাংলাদেশের মধ্যে কোথাও সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। যে কারণে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাতেও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থেকে যাচ্ছে।

তবে এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে তেমন কোন ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয়ে আভাস পায় নি আবহাওয়া দপ্তর। আর যতক্ষণ না এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে ততক্ষণ ঠিক কোথায় আছড়ে পড়বে সে বিষয়ে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো সম্ভব নয়।