সাগরে দানা বাঁধছে গভীর নিম্নচাপ, ভাসাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সঠিক সময়ে না হলেও তাড়াতাড়ি উত্তরবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় বর্ষার (Monsoon) আগমন হওয়ায় স্বস্তি ফিরেছে সেই সকল জায়গায়। তবে পূর্ব ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি দক্ষিণবঙ্গের অবস্থা নাজেহাল। একদিকে যেমন দেশের বিভিন্ন রাজ্য বৃষ্টি অতিবৃষ্টিতে নাজেহাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ঠিক সেইরকমই আবার অনাবৃষ্টিতে নাজেহাল অবস্থায় দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal)। তবে এসবের মধ্যেই মঙ্গলবার সুখবর দিল হাওয়া অফিস (IMD)।

Advertisements

আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপটি (Depression) শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। আর এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উপর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ২ আগস্ট পর্যন্ত মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি (Rain) হতে পারে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে কোন দিন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গায় আবার অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার এই তিনটি জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলির মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম উল্লেখযোগ্য।

Advertisements

এর পাশাপাশি ২ আগস্ট অর্থাৎ বুধবার যে সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া ,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এই সকল জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। যে সকল জায়গায় বৃষ্টি হবে সেখানে তাপমাত্রার পারদ কমবে এমনই পূর্বাভাস।

অন্যদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে। মঙ্গলবার এবং বুধবার স্থান বিশেষে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ৩ এবং ৪ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

Advertisements