করোনায় রাজস্থানকে টপকে পশ্চিমবঙ্গ উঠে এলো ৬ নম্বরে

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশ তথা রাজ্যে আনলক পর্যায় শুরু হতেই প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। ২রা জুলাই ভারত মোট সংক্রমণের নিরিখে পার করল ৬ লাখ। আর ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে সংক্রমণ বাড়াই রাজস্থানকে টপকে দেশে পৌঁছে গেল ৬ নম্বরে।

জুলাই মাসের ১ তারিখে রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা গেছে গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট করোনা সংক্রামিত সংখ্যা বেড়েছে ৬১১ জন। আর এরপরে রাজ্যের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১৭০। গত ২৪ ঘন্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৫ জন। রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৮৩। গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯৮ জন। এনিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১২৫২৮ জন। গত ২৪ ঘন্টায় রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়েছে ১৯৮ জন। বর্তমানে রাজ্যে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫৯৫৯ জন।

অন্যদিকে সংক্রমণের নিরিখে পশ্চিমবঙ্গ দিন কয়েক আগে দেশে সপ্তম স্থানে ছিল। সেখানে এখন পশ্চিমবঙ্গ রাজস্থানকে টপকে পৌঁছে গেল ষষ্ঠ নম্বরে। রাজস্থানের গত ২৪ ঘন্টায় করোনা সংক্রামিত হয়েছেন ২৯৮ জন। রাজস্থানে বর্তমানে মোট শ্রমিকের সংখ্যা ১৮ হাজার ১৩২। রাজস্থানে এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৫৭৪ জন। আর সে রাজ্যে মৃতের সংখ্যা ৪২১। অর্থাৎ রাজস্থানের বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা হল ৩১৩৭।

তবে পশ্চিমবঙ্গে সুস্থ হয়ে ওঠার হারও দিন দিন বাড়ছে। দেখতে দেখতে রাজ্যের সুস্থ হয়ে ওঠার হার পৌঁছে গেছে ৬৫ দশমিক ৩৬ শতাংশে। যেখানে দেশে সুস্থ হয়ে ওঠার হার হল ৫৯ দশমিক ৫১ শতাংশ। আর এই সুস্থ হয়ে ওঠার হারই আশার আলো দেখাচ্ছে রাজ্যের বাসিন্দাদের।