বেজে গেল ভোটের দাদামা, আগামী বছর ‘এই’ মাসে পঞ্চায়েত ভোট

নিজস্ব প্রতিবেদন : আবার কি! নতুন করে বাজতে চলেছে ভোটের দাদামা। বাজতে চলেছে বললে ভুল হবে কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে যে সকল ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে পঞ্চায়েত ভোট আর যে বেশি দিন দেরি নেই তা স্পষ্ট।

ভোট আসা মানেই বাঙ্গালীদের কাছে আলাদা উৎসাহ দেখা যায়। কারণ রাজনীতি নিয়ে সবসময় তৎপর থাকেন তারা। চায়ের দোকান থেকে শুরু করে বন্ধু-বান্ধবদের আড্ডার মাঝেও বারবার উঠে আসে রাজনীতি। এমন পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের দাদামা বাজতে শুরু হতেই ফের বঙ্গ রাজনীতিতে তৎপরতা সব রাজনৈতিক দলের।

কমিশন সূত্রে যা জানা যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের যে বৈঠক রয়েছে তারপরই রাজ্যের ২০টি জেলার আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হতে পারে। এই খসড়া তালিকা প্রকাশ করা মানেই ধরে নেওয়া যেতে পারে পঞ্চায়েত ভোটের দাদামা বেজে গেল।

বুধবার খসড়া তালিকা প্রকাশ করার পাশাপাশি মনে করা হচ্ছে আগামী জানুয়ারি মাসে নির্বাচনের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশন সূত্রে যা জানা যাচ্ছে তাতে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ এপ্রিল মাসেই পঞ্চায়েত ভোট করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

বুধবার যে খসড়া তালিকা প্রকাশ করা হবে তা সম্পর্কে কোন রাজনৈতিক দলের সমস্যা বা সীমাবদ্ধতা থাকলে তা আগামী ২ নভেম্বরের মধ্যে জেলাশাসক অথবা রাজ্য নির্বাচন কমিশনে জানানো যাবে। তারপর নভেম্বরে শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। যদিও মার্চ এপ্রিল মাসে পঞ্চায়েত ভোটের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তার পরিপ্রেক্ষিতে দিনক্ষণ এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা যাচ্ছে।