নিজস্ব প্রতিবেদন : খুব তাড়াতাড়ি রাজ্য পুলিশে নিয়োগ হতে চলেছে কম করে ৯৯৮ জন পুলিশ কর্মী। বিভিন্ন পদমর্যাদায় এই সকল এই সকল পুলিশ কর্মীদের নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
রাজ্যের বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে নতুন নতুন থানা এবং ফাঁড়ি। এরই পরিপ্রেক্ষিতে এই নিয়োগ শুরু হতে চলেছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে নতুন করে তৈরি হচ্ছে আটটি থানা এবং তিনটি ফাঁড়ি।
এই সকল থানাগুলি হল হালিশহর, নাগেরবাজার, দক্ষিণেশ্বর, কামারহাটি, জেটিয়া, শিবদাসপুর, বাসুদেবপুর, মোহনপুর। অন্যদিকে তৈরি হচ্ছে বাড়ুইপাড়া, আটচালা বাগনান এবং গোলঘর ফাঁড়ি।
পাশাপাশি বীরভূমের নানুর থানার অন্তর্গত কীর্ণাহার ফাঁড়ি এখন পূর্ণ থানায় পরিণত হয়েছে। এই সকল নতুন থানা এবং ফাঁড়ি তৈরি হওয়ার কারণে রাজ্যজুড়ে নতুন করে শূন্য পদ তৈরি হয়েছে ৯৯৮টি। এদের মধ্যে ১৩ জনকে নিয়োগ করা হবে কর্ম বন্ধু পদে এবং বাকিদের নিয়োগ হবে বিভিন্ন পদমর্যাদাসম্পন্ন পদে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে চলতি বছরের শুরুতেই ৯,৭২০ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। কনস্টেবল, সাব-ইন্সপেক্টর-সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। অন্যদিকে বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের আওতায় ওয়ারলেস অপারেটর পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়।