ইঞ্জিনিয়ারিং পাশেই রাজ্য বিদ্যুৎ নিগমে চাকরির সুযোগ

SHARMISTHA CHATTERJEE

Published on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : রাজ্যে একদিকে চাকরির মন্দা অপরদিকে দু’বছর করোনা পরিস্থিতির জেরে চাকরি প্রার্থীদের যে মাথায় হাত তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে আর মাথায় হাত দিয়ে বসতে হবে না কারণ রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের পক্ষ থেকে রাজ্যের ইঞ্জিনিয়ারিং পাশ প্রার্থীদের জন্য এনেছে বড়সড় চাকরির সুযোগ।

Advertisements

ইঞ্জিনিয়ারিং পাশের সাথে আপনি যদি বহুদিনের অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে তো সোনায় সোহাগা। এবার আর দেরি না করে আবেদন করে ফেলুন রাজ্য সরকারের বিদ্যুৎ নিগমের এই পদে। এক্সিকিউটিভ ডিরেক্টর পদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। তবে আবেদনের পূর্বে যাবতীয় খুঁটিনাটি জেনে আবেদন করা ভালো।

Advertisements

শূন্যপদ রয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টর (ফুয়েল ম্যানেজম্যান্ট) এবং এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন সার্ভিস) দুটি পদের ক্ষেত্রে। উভয় পদের ক্ষেত্রে ১টি করে মোট ২টি শূন্যপদ রয়েছে। এই পদ গুলির ক্ষেত্রে আবেদনের জন্য ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইনস্ট্রুমেনটেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন/ পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে।

Advertisements

পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর পূর্বে কাজের ২০ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। তবে দু বছর জেনারেল ম্যানেজার স্তরের কোনো পদে কাজ করার পূর্ব অভিজ্ঞতা জরুরী। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ লা জানুয়ারি ২০২২ এর মধ্যে ৫২ থেকে ৫৮।

আবেদনের পদ্ধতি সম্পর্কে উল্লেখ রয়েছে, আগামী ২১ জানুয়ারির মধ্যে, recruitment@wbpdcl.co.in এই নির্দিষ্ট ইমেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। অথবা, ডিরেক্টর (এইচআর), দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, বিদ্যুৎ উন্নয়ন ভবন, প্লট নম্বর: ৩/সি, এল এ ব্লক, সেক্টর-৩, বিধাননগর, কলকাতা-৭০০০১০৬ এই নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর বিকল্প পদ্ধতি রয়েছে।

প্রার্থী বাছাই করা হবে বায়োডাটার ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ এর জন্য বাছাই করা প্রার্থীদের ডেকে পাঠানো হবে। তবে ইন্টারভিউ এর দিনক্ষণ সম্পর্কে এখনও কিছুই প্রকাশিত হয়নি। যাবতীয় তথ্যের জন্য প্রার্থীকে https://wbpdcl.co.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Advertisements