BIG BREAKING: করোনার জেরে সোমবার থেকে রাজ্যে বন্ধ সব স্কুল কলেজ

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে ত্রাসের সৃষ্টি করেছে করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মহামারী বলে ঘোষণা করেছে এই ভাইরাস সংক্রমণকে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০০-এর বেশি, একদিনে (গতকাল) বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সর্বাধিক ২৫০ ছাড়িয়েছে। আর এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পায়নি ভারতও। ভারতের ইতিমধ্যে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০০ ছুঁই ছুঁই। ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২।

এই ভাইরাসের সংক্রমণ রুখতে ইতিমধ্যেই দেশের বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক ভবন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বীরভূমের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে ৩১ শে মার্চ পর্যন্ত। আর এবার রাজ্যের প্রতিটি স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য সরকার। নির্দেশিকা অনুসারে বন্ধ রাখতে হবে সমস্ত রকম সরকারি থেকে বেসরকারি স্কুল ও কলেজ। শনিবার এমন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী দপ্তর।

নির্দেশিকা অনুসারে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে ৩১ শে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোনরকম সূচি পরিবর্তন হচ্ছে না বলেই জানানো হয়েছে। অর্থাৎ ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত রকম সরকারি স্কুল ও কলেজ বন্ধ থাকলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন মেনেই চলবে।

প্রসঙ্গত, গতকাল বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি জরুরি বৈঠকের পর ৩১ শে মার্চ পর্যন্ত বিশ্বভারতীর সমস্ত রকম পঠন-পাঠন থেকে পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এমনকি তারা হোস্টেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। হোস্টেলের ছাত্র ছাত্রীদের হোস্টেল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।