নিজস্ব প্রতিবেদন : চলতি বছর দুর্গাপুজোর সময় প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কুলগুলির ছুটি (Puja Vacation in WB) সমান থাকছে না। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক স্কুলের ছুটি অনেকটাই কমে যাবে আর আগের মতোই বেশি ছুটি পাবে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের স্কুলগুলি। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে পুজোর ছুটি কমানোর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবছর এক ধাক্কায় অনেকটাই গরমের ছুটি বেড়ে গিয়েছে স্কুলগুলিতে। গরমের ছুটি বৃদ্ধি পাওয়ার পিছনে অবশ্য যে কারণ তা হল লোকসভা নির্বাচন। যেখানে গরমের ছুটি পাওয়ার কথা ছিল ১০ দিন, সেই জায়গায় এবার ছুটি বেড়ে হয়েছে ২২ দিন। আর এই ছুটি পাওয়া যাবে আগামী ৬ মে থেকে এবং স্কুল খুলবে ২ জুন।
প্রাথমিক স্কুলের ছুটি কমানোর পরিপ্রেক্ষিতে চলতি বছর দুর্গা পুজো ও লক্ষী পুজোর জন্য ৭ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে স্কুল। এরপর পুনরায় স্কুল খুলবে ১৮ অক্টোবর। এক্ষেত্রে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো উপলক্ষে মোট ১১ দিন ছুটি পাওয়া যাবে। এরপর খুলে যাবে স্কুল। পরে আবার কালীপুজো ও ভাইফোঁটার জন্য পুনরায় বন্ধ হবে প্রাথমিক স্কুল। কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
আরও পড়ুন ? Summer Vacation in WB: ডবলের বেশি বাড়লো গরমের ছুটি স্কুলে, তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ
প্রাথমিক স্কুলের ক্ষেত্রে এমনটা হলেও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি দুর্গা পুজোর ছুটি হিসাবে ৭ অক্টোবর থেকে স্কুল বন্ধ হয়ে যাবে এবং তা খুলবে ৫ অক্টোবর। যে কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি পুজোর টানা ছুটি পাবে আগের মতই। কেবলমাত্র ছুটিতে কাটছাট হচ্ছে প্রাথমিক স্কুলগুলির।
ছুটির এই বৈষম্যের কারণে আসন্ন দুর্গাপুজোয় রাজ্যের ৫০ হাজার প্রাথমিক স্কুল খোলা থাকবে ১৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। আবার ওই একই সময়ে ৯৯৯১ টি মাধ্যমিক এবং ৬৭৭১টি উচ্চমাধ্যমিক স্কুল বন্ধ থাকবে। চলতি বছর একাদশ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নতুন সিলেবাস আসার ফলে অনেক পড়ুয়া এবং অভিভাবকরা সিলেবাস নিয়ে চিন্তায় রয়েছেন। তাদের অনেকের মতে প্রাথমিকের মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলও খুলে রাখা যেতে পারে।