পেঁয়াজের ঝাঁজে চোখে জল নয়, মুখে হাসি ফোটাতে নতুন পদক্ষেপ মমতার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিবছরই দেখা যায় কোন না কোন মরশুমে কোন না কোন প্রয়োজনীয় সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে দাঁড়ায়। দিন কয়েক আগেই আমরা দেখেছিলাম টমেটোর দাম। যেবার টমেটোকে সবাই সোনার সঙ্গে তুলনা করছিলেন। ঠিক সেই রকমই টমেটোর দাম হ্রাস পাওয়ার মাস কয়েক কাটতে না কাটতেই এবার দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের (Onion)।

Advertisements

পেঁয়াজের দাম এখন এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলির পেঁয়াজে হাত দেওয়া মুশকিল হয়ে পড়েছে। তবে এমন পরিস্থিতিতে দিন কয়েক আগে থেকেই কেন্দ্র সরকার বিভিন্ন জায়গায় সস্তায় পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্র সরকারের পর এবার পেঁয়াজের ঝাঁজে চোখের জলের পরিবর্তে মুখে হাসি ফোটানোর সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

Advertisements

বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে পেঁয়াজ কোথাও ৭০ তো কোথাও আবার ৮০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। আগুনের মত দাম বৃদ্ধি পাওয়ার ফলে অনেকেই এখন পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছেন এবং খুচরো বিক্রেতারাও এখন পেঁয়াজ বাজারে আনা কমিয়ে দিয়েছেন। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে বন্দোবস্ত নিয়েছে তাতে এর থেকে অনেক কম দামেই মিলবে পেঁয়াজ।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ৭০-৮০ টাকা কিলোর পরিবর্তে এখন মাত্র ৫৫ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। হিসাব করলে দেখা যাবে স্থানবিশেষে কিলো প্ৰতি পেঁয়াজের দামে ১৫ টাকা থেকে ২৫ টাকা সাশ্রয় হচ্ছে গ্রাহকদের। স্বাভাবিকভাবেই সস্তায় রাজ্য সরকারের দেওয়া পেঁয়াজ কিনতে ভিড় জমছে বহু ক্রেতার।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সস্তায় এমন পেঁয়াজ বিক্রি করা হচ্ছে সুফল বাংলা স্টলে (Sufal Bangla)। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তুলনায় কেন্দ্রের ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড যে সকল জায়গায় পেঁয়াজ বিক্রি করছে সেখানে আরও অনেক সস্তা পেঁয়াজ। কেন্দ্রের এই সংস্থার তরফ থেকে মাত্র ২৫ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো সরকারিভাবে সস্তায় পেঁয়াজ বিক্রি করা শুরু করতেই বাজারেও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসে অনেকটাই।

Advertisements