ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় জেলায় জেলায় চালু হলো হেল্পলাইন, রইলো নম্বরের তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড় যশ বা ইয়াস। আর এই ঘূর্ণিঝড়ের ভূখণ্ডে আছড়ে পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। পূর্বাভাস অনুযায়ী বুধবার দুপুরের মধ্যেই ওড়িশা উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়।

Advertisements

প্রথমদিকে এই ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি সম্পর্কে মনে করা হচ্ছিল পশ্চিমবঙ্গ উপকূলের কোন একটি জায়গায় তা আছড়ে পড়তে পারে এবং বাংলাদেশের উপর দিয়ে বয়ে যেতে পারে। তবে তা ছিল কেবলমাত্র অনুমান। পরে এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার অভিমুখ স্পষ্ট হয় এবং জানা যায় এটি বুধবার দুপুরের মধ্যেই ওড়িশার চাঁদবালি ও ধামরা বন্দরের কাছে আছড়ে পড়তে চলছে। অর্থাৎ কিছুটা হলেও লক্ষ্যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের।

Advertisements

তবে সরাসরি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আছড়ে না পড়লেও এর যথেষ্ট প্রভাব পড়বে কলকাতা সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং রাজ্যের অন্যান্য জেলায়। ঝোড়ো হাওয়ার সাথে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই তীব্র বৃষ্টির কারণে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের একাধিক জেলায় লাল ও কমলা সর্তকতা এবং হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে।

Advertisements

লাল সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। পাশাপাশি কমলা সর্তকতা জারি করা হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ একাধিক জেলার একাধিক অংশে। আর এই পরিস্থিতি মোকাবিলার জন্য একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে জেলা ভিত্তিক।

জেলাভিত্তিক হেল্পলাইন নম্বর তালিকা

[aaroporuntag]
বীরভূম : ০৩৪৬২২৫৫৫৭২, পূর্ব মেদিনীপুর : ০৩২২৮২৬২৭২৮ ও ৯০৭৩৯৩৯৮০৪, পশ্চিম মেদিনীপুর : ৬২৯৬০৬০৬৯৯ ও ০৩২২২২৬৭৯৮৩, দক্ষিণ ২৪ পরগনা : ০৩৩-২২১৪-৩৫২৬, ০৩৩-২৪৪৮-৮০৫১, ০৩৩-২৪৪৮-৮০৫২,
উত্তর ২৪ পরগনা : ৯০৭৩৯৩৬৮২৩ ও ৯০৭৩৯৪০০৩৯, কলকাতা : ৮৯০০৭-৯৩৫০৩ ও ৮৯০০৭-৯৩৫০৪, হাওড়া : ০৩৩-২৬৪১-৩৩৯৩, ৯৪৩৩৯৩১৯৩২, হুগলি : ০৩৩-২৬৮১-২৬৫২, পুরুলিয়া :৭৩৬৩০৯০৮০৬, ৮৩৭৩৮০৮৭০৪, ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪, ১৯১২১, ১৮০০৩৪৫৩২১২, বাঁকুড়া : ০৩২৪২-২৫৭০২০, ০৩২৪২-২৫৭০১০, ঝাড়গ্রাম : ০৩২২১-২৫৮২২৮, ০৩২২১-২৫৭৯৫। রাজ্য হেল্পলাইন : ১০৭০।

Advertisements