সুরাপ্রেমীদের জন্য সুখবর, অনলাইনে মদ বিক্রির ব্যবস্থা আনলো রাজ্য সরকার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ তথা দেশে সুরাপ্রেমীদের সংখ্যাটা নেহাত কম নয় তা টের পাওয়া গিয়েছিল লকডাউন চলাকালীন। দীর্ঘদিন মদের দোকান বন্ধ থাকার পর মদের দোকান খোলার অনুমতি মিলতেই দীর্ঘ লাইন চোখে আঙ্গুল দিয়ে তা প্রমাণ করে। যাওয়ার পরেই রাজ্য সরকারের তরফ থেকে ই-রিটেল প্ল্যাটফর্ম এবং হোম ডেলিভারির ব্যবস্থা করে। আর এবার অনলাইনে সরাসরি মদ বিক্রির উদ্যোগ নিলো রাজ্য সরকার।

Advertisements

Advertisements

ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস অ্যান্ড কর্পোরেশন তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের সুরাপ্রেমীরা অ্যাপের মাধ্যমে নিজেদের পছন্দের মদ কিনতে পারবেন। পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে স্বীকৃত রেস্তোরাঁ ও বারে ডেলিভারি দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

Advertisements

এই ব্যবস্থা অনেকটা প্রিপেইড মোবাইল রিচার্জের মত। যেখানে আগে থেকে টাকা দিয়ে যত খুশি মদের পেগ অথবা বোতল বুক করে রাখা যাবে। পাশাপাশি খাবার বুক করার ব্যবস্থাও থাকছে। তবে কোন ব্যক্তি চাইলে খাবার ছাড়াও শুধুমাত্র মদ অর্ডার করে রাখতে পারেন। তবে এই ব্যবস্থা কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।

অ্যাপ নির্ভর এই ব্যবস্থা চালু হয়ে গেলে যে কোন অনুষ্ঠান থেকে যেকোন যায়গায় যেকোন সময় অনলাইনে অর্ডার দিলেই ডেলিভারি মিলবে। এই বিষয়ে ২০২০ সালের ২৮ শে ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস অ্যান্ড কর্পোরেশন তাদের বিজ্ঞপ্তি জারি করে। তবে বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়, দাম নির্ধারণ করা হবে চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে। অর্থাৎ দাম যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

Advertisements