দক্ষিণবঙ্গের ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

নিজস্ব প্রতিবেদন : দুদিন আগেই রাজ্যবাসীদের মুখে মুখে শোনা যাচ্ছিল কবে শীত আসবে এই প্রশ্ন, আর হঠাৎ করে শীত তার ইনিংস শুরু করতেই নাছোড়বান্দা অবস্থা। বুধবার সকাল থেকেই রাজ্য কাঁপাচ্ছে শীত। আর আজ হল মরশুমের শীতলতম দিন। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কমবে বলে হাওয়া অফিসের বার্তা।

এরই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, হুগলি, হাওড়া, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এই ১১ টি জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রির আশেপাশে, বীরভূমে ৮ ডিগ্রির কাছাকাছি, এছাড়া বাঁকুড়া ও আরও কয়েকটি জেলায় তাপমাত্রা আরও কম থাকতে পারে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়, আরব সাগরের উপর ঘূর্ণাবর্ত এবং রাজস্থানের নিম্নচাপের কারণে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে পারছিল না। তাই শীত আসতে দেরি হল। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে তুষারপাত হলেও সেই কনকনে হাওয়া পশ্চিমি ঝঞ্ঝার জেরে এরাজ্যে প্রবেশ করতে পারেনি। সেই পরিস্থিতি কাটল বুধবার থেকে। আগামী দিন কয়েকের পাল্লা দিয়ে নামবে উষ্ণতার পারদ।