নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে আছড়ে পড়া ঘূর্ণিঝড় বুলবুল পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার বেশ কিছু অংশ তছনছ করে দিয়ে যায়। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর কেন্দ্রে তরফ থেকে রাজ্যের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। এমনকি কেন্দ্রের একটি প্রতিনিধিদল বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেও যায়।
কিন্তু এই ঘূর্ণিঝড়ের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নিয়ে প্রকাশিত একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকার কেন্দ্রকে ক্ষয়ক্ষতির বিষয়ে ২৩০০০ কোটি টাকার দাবি করেছে। এই মর্মে একটি রিপোর্ট পাঠানো হয়েছে কেন্দ্র সরকারের কাছে।
ওই সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, কেন্দ্রকে দেওয়া চিঠিতে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, বুলবুলের জেড়ে ২৩ হাজার ৮১১ কোটি টাকার ক্ষতি হয়েছে। যার মধ্যে ৫৯৭ কোটি টাকা ক্ষতি হয়েছে বিদ্যুতে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৫ লক্ষ। ভেঙে পড়া বাড়ির সংখ্যা ৫ লক্ষ ১৭ হাজার ৫৩৫টি। মোট ক্ষতির পরিমাণ ২৩ হাজার ৮১১ কোটি টাকা। যার সমপরিমাণ অর্থই কেন্দ্রের কাছে চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
কেন্দ্র সরকারের একটি প্রতিনিধিদল বুলবুল ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকার দক্ষিণ ২৪ পরগনার নামখানা ও পাথরপ্রতিমা এবং উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকা ঘুরে দেখেন। তারা নবান্ন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও বিপর্যয় মোকাবেলা দলের সাথে বৈঠক করেন। এই প্রতিনিধিদল দিল্লি ফিরে কেন্দ্রকে রিপোর্ট জমা দেবে। বুলবুল বিধ্বস্ত এলাকায় রাজ্য সরকারের তরফ থেকে ৪ লক্ষ ৩৫ হাজার ত্রিপল বিলি করা হয়েছে, পাশাপাশি বিলি করা হয়েছে ৬.২ লক্ষ জলের পাউচ।