২০২৩ সালে কোন মাসে কত দিন ছুটি, ক্যালেন্ডার প্রকাশ করল নবান্ন

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েক দিন তারপরেই ডিসেম্বর মাস শেষ। ডিসেম্বর মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন বছরেরও সমাপ্তি ঘটবে। নতুন বছর আসা মানে নতুন নতুন চাহিদার পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের চোখ থাকে ক্যালেন্ডারের দিকে। কারণ রাজ্য সরকারের তরফ থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয় আর সেই ছুটির ক্যালেন্ডার দেখে তারা ঘুরতে যাওয়া সহ বিভিন্ন প্ল্যান করে থাকেন।

রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যাশা মত সোমবার নবান্নের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সরকারি কর্মচারীদের ছুটি সংক্রান্ত ক্যালেন্ডার। এখানে তুলে ধরা হয়েছে নতুন বছরের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোন মাসে কোন দিন ছুটি রয়েছে। ছুটির এই তালিকা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসি ফুটতে শুরু করেছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। কারণ নতুন বছরে দুর্গাপুজোয় টানা ১১ দিন ছুটি দেওয়া হয়েছে।

নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মচারীরা রবিবার বাদেও চার দিন ছুটি পাবেন। সবচেয়ে বেশি ছুটি রয়েছে অক্টোবর মাসে। আবার ছুটির এই তালিকায় সবচেয়ে কম ছুটি রয়েছে ডিসেম্বর মাসে। ডিসেম্বর ছাড়াও ছুটি কম রয়েছে জুলাই মাসে। যে কারণে আগামী বছর মিলিয়ে মিশিয়ে মোট ৪২টি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

জানুয়ারি মাসে ৪ দিন, ফেব্রুয়ারি মাসে ২ দিন, মার্চ মাসে ২ দিন, এপ্রিল মাসে ৬ দিন, মে মাসে ৩ দিন, জুন মাসে ২ দিন, জুলাই মাসে ১ দিন, অগাস্ট মাসে ২ দিন।

সেপ্টেম্বর মাসে ২ দিন, অক্টোবর মাসে ১১ দিন, নভেম্বর মাসে ৬ দিন এবং ডিসেম্বর ১ দিন।