৯৩৩৩ শূন্য পদে নার্স নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে প্রতিবারই নতুন কিছু না কিছু চমক দেওয়া হয়। ঠিক যেমন ভাবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ধাঁচকে বদলে ফেলার কথা বলা হয়েছে। খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের কথা বলা হয়েছে। ঠিক তেমনই আবারও একটি বড় চমক দিলেন রাজ্য সরকার।

Advertisements

Advertisements

এবার নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে। স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী ১২০০০ শূন্য পদ রয়েছে। ১২০০০ শূন্যপদে এবার নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এই শূন্য পদে চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মী, মেডিক্যাল টেকনোলজিস্ট, মেডিকেল অফিসার ইত্যাদি পদগুলিতে প্রচুর পরিমাণে নিয়োগ করা হবে।

Advertisements

১২০০০ পদের মধ্যে কোন পদে কতগুলি কর্মী নিয়োগ করা হবে?

এই ১২০০০ পদের মধ্যে ৯৩৩৩ পদে নার্স নিয়োগ করা হবে। ৮৩৩ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে। এ ছাড়াও ১৫০০ জন মেডিক্যাল অফিসারও নিয়োগ করা হবে।

গত বছর স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী নার্স পদে ৮০০০ টি শূন্য পদ ছিল। যদিও এই ৮০০০ পদ পূরণ করা হয়নি। গত বছর মোটে ৬৩২ জনকে নিয়োগ করা হয়। এ নিয়ে তখন প্রশ্ন উঠেছিল যে এত বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্বেও কেন ওই কয়েকজন নার্সকে নিযুক্ত করা হলো? তখন এ বিষয়ে এমন কোনো সদুত্তর পাওয়া যায়নি।

বিগত কয়েক বছরে নার্সিং নিয়ে পড়া ছাত্র-ছাত্রীর সংখ্যা বিপুল পরিমাণে বেড়ে গেছে। তাই আশা করা যায় যে এই বছর শূন্যপদে নিয়োগ করা সম্ভবপর হবে। চলতি মাসেই এই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর পাওয়া গেছে।

Advertisements