মূল্যবৃদ্ধিতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, ৫৯ টাকায় পেঁয়াজ, ১৫ টাকায় আলু দেবে রাজ্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্ত পরিবারগুলির। পেঁয়াজ, আলু, শাক সবজি সব কিছুর দাম আকাশ ছোঁয়া। কিন্তু তা সত্ত্বেও বাধ্য হয়ে সকলকে কিনতে হচ্ছে এই সমস্ত জিনিস চড়া মূল্যে। তাছাড়া খাবেটা কি! এমত অবস্থায় কড়া পদক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি।

Advertisements

Advertisements

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ৭-৮ দিনের মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিলেন। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তিনি অসাধু ব্যবসায়ীদের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেছেন, “কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম নিচ্ছে। আলু ফুলকপির দামও বেশি নিচ্ছে।” এছাড়াও পেঁয়াজ নিয়ে নাসিকের দিকে আঙুল তুলেছেন তিনি জানান, “পেঁয়াজ নিয়ে সমস্যা আছে। নাসিকের সাথে আমাদের চুক্তি হয়েছিল ২৫ টাকা কিলো দরে পেঁয়াজ দেবে। কিন্তু ওরা চুক্তি মানছে না।”

Advertisements

কাঁচা সবজির বাজারে শুধু পেঁয়াজ নয়, তালে তাল মিলিয়ে বেড়েছে আলুর দামও। এনিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, “হিমঘরে আলু মজুত রয়েছে ১৮ লক্ষ মেট্রিকটন। তাতে ২ মাস চলে যাবে।” বৃহস্পতিবার তিনি বেশ কিছু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। পাশাপাশি তিনি আলু ও পেঁয়াজ বাজারে তুলনায় কম মূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

তবে বাজারের তুলনায় কম মূল্যে আলু ও পেঁয়াজ পাওয়া যাবে সরকারি বাজার সুফল বাংলায় বলে জানিয়েছেন তিনি। এই সুফল বাংলায় আজ অর্থাৎ শুক্রবার থেকে ১৫ টাকা কেজি দরে আলু এবং ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ পাওয়া যাবে বলে জানান তিনি। পেঁয়াজ ও আলুর দাম নিয়ন্ত্রণে রাখতেই মুখ্যমন্ত্রী এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

Advertisements