রেশনে বিনামূল্যে মুসুর আর মুগ ডাল দেবে রাজ্য সরকার, রইলো দিনক্ষণ

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : করোনার ফলে দীর্ঘদিন লকডাউন চলার কারণে সকল শ্রেণীর মানুষেরই কম বেশি ‌ক্ষতি হয়েছে। অনেক মানুষ কাজ হারিয়েছেন। বহু মানুষের অন্নসংস্থান করার মত অবস্থাটুকুও নেই। তাদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার বিনামূল্যে রেশনের সুবিধা চালু করেছে।

এই বছর মার্চ মাসের তৃতীয় সপ্তাহতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যের সকল মানুষকে আগামী ছয় মাস বিনামূল্যে রেশনের সুবিধা প্রদান করা হবে। এরপর থেকেই রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে রেশনে বিনামূল্যে চাল, গম দিতে শুরু করেছিল। এবার থেকে চাল, গমের সাথে ডালও পাওয়া যাবে রেশনের দোকানে। জুন, জুলাই আগস্ট মাস থেকে ডাল পাওয়া যাবে রেশন সামগ্রীর সাথে। প্রতি পরিবারপিছু এক কেজি করে ডাল দেওয়া হবে। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা প্রদান করা হবে পশ্চিমবঙ্গের মানুষকে।

কারা কারা পাবেন এই সুবিধা?

পশ্চিমবঙ্গের সকল মানুষ যেমন বিনামূল্যে চাল-গমের সুবিধা পেয়েছেন, সেক্ষেত্রে বিনামূল্যে ডালের সুবিধা সকল শ্রেণীর মানুষ পাবেন না। পিএইচএইচ এবং এসপিএইচএইচ এবং এএওয়াই কার্ড যাদের আছে তারাই খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন।

চলতি মাসের ১৬ থেকে ৩০ শে জুন রেশনে এই মানুষগুলি মুসুর ডাল পাবেন।জুলাই-আগস্ট মাসে মুগ ডাল পাওয়া যাবে। জুলাই মাসের ১৫ই জুলাই থেকে শেষদিন ও আগস্ট মাসের ১৬ই আগস্ট থেকে শেষ দিন অবধি রেশনে গেলে এই সুবিধা পাওয়া যাবে। পরিবার পিছু ১ কেজি করে দেওয়া হবে এই ডাল।

খাদ্য সরবরাহ দপ্তরের বক্তব্য অনুসারে, মানুষ যদি মাসের দ্বিতীয়ার্ধে রেশন তুলতে চান তাহলে তারা সমগ্র সুবিধাটি পাবেন এবং এই করোনার আবহে ভিড়ও কমবে ফলে স্বাস্থ্যবিধি ও মানা হবে। একইসাথে বলা হয়েছে যে সকল মানুষদের অন্নপূর্ণ অন্ত্যোদয় প্রকল্পের কার্ড রয়েছে তারা ১৩.৫০ টাকা কেজি দরে চিনি পাবেন।