নতুন বছরে নতুন জেলা, মুর্শিদাবাদ ভাগ হলো দুই পুলিশ জেলায়

নিজস্ব প্রতিবেদন : জঙ্গিপুর, লালবাগ, সদর, কান্দি, ডোমকল, এই পাঁচ মহকুমার ভৌগলিক অবস্থান অনুযায়ী উত্তরে পড়ছে জঙ্গিপুর এবং লালবাগ। প্রাথমিকভাবে এই দুটি মহকুমাকে নিয়ে জঙ্গিপুরকে নতুন পুলিশ জেলা তৈরির কথা আগেই ভেবে রেখেছিল নবান্ন। এখানে থাকবে ১২ টি ব্লক। অন্যদিকে সদর, কান্দি, ডোমকল থাকবে মুর্শিদাবাদে। এই তিনটি মহকুমায় থাকবে ১৪টি ব্লক। নবান্ন সূত্রে গত নভেম্বরে মাসে এমনটাই জানা গিয়েছিল।

অবশেষে বছরের শেষ দিনেই বড়সড় বদল। মুর্শিদাবাদ জেলাকে পূর্ব পরিকল্পনা মত ভাগ করা হলো দুটি পুলিশ জেলায়, যার একটি মুর্শিদাবাদ সদর এবং অপরটি জঙ্গিপুর পুলিশ জেলা। শুধু তাই নয় তার সঙ্গে জেলা দুটিতে নিয়োগ করা হলো দুজন পুলিশ সুপারকে। বছরের প্রথমদিন অর্থাৎ বুধবার ১ লা জানুয়ারি থেকেই সকলে নিজের নতুন দায়িত্ব নিলেন।

জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার পদে নিযুক্ত হলেন অভিষেক গুপ্ত ও মুর্শিদাবাদ পুলিশ জেলাতে নিযুক্ত পুলিশ সুপার অজিত সিংহ যাদব। তাদের উচ্চপদে থাকবেন সমগ্র মুর্শিদাবাদের পুলিশ সুপার DIG মুকেশ কুমার।

শুধু মুর্শিদাবাদে না, বছরের শেষ রাতে নবান্ন থেকে মোট ৫৮ জন IPS এর পদোন্নতি ও সাথে বদলির নির্দেশ এসেছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) পদে দায়িত্ব গ্রহণ করলেন শুভঙ্কর সিনহা সরকার এবং তার পূর্বতন পদে অর্থাৎ যুগ্ম কমিশনার (এসটিএফ)- এর পদে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলোমন নিশাকুমার দায়িত্ব গ্রহণ করলেন।প্রবীণ ত্রিপাঠী ছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান এবং বর্তমানে আর্মড পুলিশের যুগ্ম কমিশনার, তার দায়িত্বের বদল ঘটলো এবং তিনি DIG (প্রেসিডেন্সি) রেঞ্জের দায়িত্ব গ্রহণ করলেন। দক্ষিণবঙ্গের IG পদে এতদিন ছিলেন সঞ্জয় সিংহ। তার জায়গায় সেই দায়িত্ব গ্রহণ করবেন পশ্চিমাঞ্চলের IG রাজীব মিশ্র।

তবে শুধুই পদোন্নতি ও বদলি না, তৈরি হলো নতুন পদ। বিশেষত সাইবার অপরাধের জন্য CID তে তৈরি করা হল DIG (সাইবার ক্রাইম) পদ এবং এই দায়িত্ব দেওয়া হলো মিতেশ জৈনকে। মুর্শিদাবাদ CID তেও এই পদ তৈরি করা হয়েছে যার দায়িত্বে আছেন বাস্তব বৈদ্য ।