বাজারে গিয়ে নয়, বাড়িতে বসেই পান মাছ, এসে গেলো নয়া অ্যাপ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাঙালি মানেই খাদ্যরসিক। আর বাঙ্গালীদের প্রিয় খাবারের তালিকায় মাছের স্থান একেবারে আলাদা। উৎসব হোক অথবা অন্যকিছু বাঙ্গালীদের পাতে ভাতের সাথে মাছের রসদ থাকবেই থাকবে।কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। আর এই লকডাউনের মাঝেও আপামর বাঙালিকে বাজারে যেতে দেখা গিয়েছে মাছ কিনতে, চাহিদা এতটুকু কমেনি। তবে এবার সেই বাজারে গিয়ে মাছ কেনার দিনের অবসান ঘটালো রাজ্য সরকার। বাড়িতে বসেই যাতে বাঙালির ঘরে ঘরে পৌঁছে যায় নানান ধরনের মাছ তার জন্য রাজ্য সরকার নিয়ে এলো এক নয়া অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে অর্ডার দিলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দের মাছ।

Advertisements

Advertisements

অনলাইনে বাড়ি বাড়ি মাছ পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে তার নাম হলো স্টেট ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন (SFDC App)। এই অ্যাপে রেজিস্টার করে আপনার পছন্দের মাছ অর্ডার দিলেই পৌঁছে যাবে আপনার বাড়ির দোরগোড়ায়। আর এই অ্যাপের উদ্বোধন করে সরকারি আধিকারিকরা জানিয়েছেন, “দেশজুড়ে যখন লকডাউন চলছে তখন অনেকেরই বাজারে এসে মাছ কেনা সম্ভব পর হচ্ছে না। আবার শহরে অনেক বৃদ্ধ-বৃদ্ধা বাড়িতে একা থাকেন। তাদের পক্ষেও দৌড়ঝাঁপ করে বাজারে গিয়ে এই পরিস্থিতিতে মাছ কেনা সম্ভব নয়। তাই সকলের জন্য অনলাইনে মাছ বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বাড়ি বাড়ি গাড়ি নিয়ে গিয়ে মাছ বিক্রি করবে পশ্চিমবঙ্গ ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের কর্মীরা।”

Advertisements

অন্যদিকে লকডাউন শুরু হওয়ার পর থেকে বাজারে মাছের দাম বেড়ে যায় বলে অভিযোগ উঠতে শুরু করে। যার পরে রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বোলপুরের বেশ কয়েকটি মাছ বাজার পরিদর্শন করেন। যার পরেই মুখ্যমন্ত্রীর সাথে মৎসমন্ত্রীর কথোপকথন হয় এবং পরে সিদ্ধান্ত নেওয়া হয় মৎস্য দপ্তরের উৎপাদিত মাছ বিক্রি করার বিষয়ে। মৎস্য দফতরের আধিকারিকদের বাজারে যতটা সম্ভব মাছ সরবরাহ করার বিষয়ে নজর দিতে বলা হয়েছে।

অ্যাপের মাধ্যমে কিভাবে মাছের অর্ডার দেবেন?

অ্যাপের মাধ্যমে অর্ডার দিতে আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘SFDC App’ নামের অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেই অ্যাপের বাঁদিকে দেখতে পাবেন মেনু বার। যেখানে ক্লিক করে প্রথমে রেজিস্টার করে নিন যাতে অর্ডার দেওয়ার সময় কোন রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। এরপর ওই মেনু বারেই দেখতে পাবেন ‘Online Fish Order’ অপশনটি রয়েছে। যেখানে ক্লিক করে আপনি পছন্দের ক্যাটাগরি থেকে পছন্দের মাছ অর্ডার দিতে পারবেন।

Advertisements