ভাগ হচ্ছে দুই জেলা: মালদা, মুর্শিদাবাদ ভেঙে রাজ্যে হচ্ছে নতুন জেলা

নিজস্ব প্রতিবেদন : ফের পশ্চিমবঙ্গে বাড়তে চলেছে জেলার সংখ্যা। মালদা ও মুর্শিদাবাদের মত জেলা দুটিকে ভেঙে নতুন দুটি জেলা তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার বলে সূত্রের খবর। ভৌগলিক অবস্থান অনুযায়ী এই দুটি জেলাকে উত্তর ও দক্ষিণে ভাগ করে নতুন জেলা তৈরীর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

সূত্র মারফত এও জানা গিয়েছে, প্রথমেই এই দুটি জেলাকে ভেঙে নতুন জেলা তৈরির পথে হাঁটছে না রাজ্য।প্রথমে জেলা দুটিকে ভেঙে পুলিশ জেলা তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের। পরে পরিকাঠামো তৈরি হয়ে গেলে এই দুই পুলিশ জেলাই দুটি জেলার তকমা পাবে। পুলিশ জেলা তৈরির পর সেখানে পুলিশ সুপার নিয়োগ করা হবে। এরপর থানাগুলির পুনর্গঠন করা হবে। তবে সেসময় জেলাশাসক একজনই থাকবেন। পরিকাঠামো তৈরির পর আলাদা জেলাশাসক নিয়োগ করা হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুর, লালবাগ, সদর, কান্দি, ডোমকল, এই পাঁচ মহকুমার ভৌগলিক অবস্থান অনুযায়ী উত্তরে পড়ছে জঙ্গিপুর এবং লালবাগ। প্রাথমিকভাবে এই দুটি মহকুমাকে নিয়ে জঙ্গিপুরকে নতুন পুলিশ জেলা তৈরির কথা ভাবছে নবান্ন। এখানে থাকবে ১২ টি ব্লক। অন্যদিকে সদর, কান্দি, ডোমকল থাকবে মুর্শিদাবাদে। এই তিনটি মহকুমায় থাকবে ১৪টি ব্লক।

অন্যদিকে মালদহ জেলাকে আড়াআড়ি উত্তর ও দক্ষিণে ভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। মালদহে রয়েছে দুটি মহকুমা, মালদহ সদর ও চাঁচল। মালদহ সদরে ৯ টি ব্লক রয়েছে, অন্যদিকে চাঁচলে রয়েছে ছটি ব্লক।