রাজ্য সরকারের পেনশন প্রাপকদের জন্য সুখবর, এবার থেকে মিলবে এই পরিষেবা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পেনশন প্রাপকদের জন্য নতুন একটি সুবিধা নিয়ে এলো রাজ্য সরকার। এবার এই সুবিধার মধ্য দিয়ে আর পেনশন গ্রাহকদের লাইন দিয়ে ব্যাঙ্কের সামনে দাঁড়াতে হবে না পেনশনের টাকা তোলার জন্য। নতুন এই সুবিধায় উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ পেনশন গ্রাহক।

Advertisements

সাধারণ গ্রাহকদের যে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে সেই সকল গ্রাহকরা সেই অ্যাকাউন্টের আবেদনের পরিপ্রেক্ষিতে এটিএম কার্ড অথবা নেট ব্যাঙ্কিং ইত্যাদি নানান সুবিধা পেয়ে থাকেন। কিন্তু এ যাবৎ এই সুবিধা পেতেন না রাজ্যের পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপকরা। পেনশন প্রাপকদের পেনশনের টাকা তোলার জন্য পে-স্লিপ বা চেক ব্যবহার করতে হতো। এমনই তথ্য পাওয়া যাচ্ছে নবান্ন সূত্রে।

Advertisements

এবার এই পদ্ধতির বদল হতে চলেছে। অর্থ দপ্তরের সচিব মনোজ পন্থ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, এবার থেকে রাজ্যের পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপকরা এটিএম কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা পাবেন। বর্তমান করোনা অতিমারির কথা মাথায় রেখে এবার এই সুবিধা পাবেন পেনশন প্রাপক এবং ফ্যামিলি পেনশন প্রাপকরা।

Advertisements

রাজ্য সরকারের তরফ থেকে এই সুবিধা দেওয়ার পর এখন পেনশন প্রাপকদের নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে এটিএম কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের জন্য আবেদন করতে হবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মিলবে এই সুবিধা। তবে এই আবেদন করার সময় পেনশন প্রাপকদের নির্দিষ্ট মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে হবে, অন্যথায় সুবিধা পাওয়া যাবে না। যদি এই সুবিধা না পাওয়া যায় তাহলে পুরাতন পদ্ধতিতেই নিজেদের পেনশনের প্রাপ্য টাকা তুলতে হবে ব্যাঙ্ক থেকে।

বিশেষজ্ঞ মহলের দাবি, এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ পেনশন প্রাপকরা উপকৃত হবেন। পেনশন প্রাপকদের এই সুবিধা লাভের পর আর লাইনে দাঁড়াতে হবে না, এটিএম কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে পেনশন প্রাপকরা নিজেদের টাকা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই পরিষেবা চালু হওয়ার কারণে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও আর কোনো বাধা থাকবে না।

Advertisements