গরম থেকে স্বস্তি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গতকাল অর্থাৎ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘের সঞ্চার হয়। দিনের দিকে বাড়তে থাকে ভ্যাপসা গরম, বিকাল হতেই কোথাও কোথাও বৃষ্টির ফলে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন ঘটে। রবিবার সকাল থেকে একই অবস্থা, গুমোট গরম চারিদিকে। আর এরই মাঝে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বিকাল হতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখা মিলবে ঝড় বৃষ্টির।

Advertisements

Advertisements

বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমান শহর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকালের পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিস থেকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এমন ঝড়-বৃষ্টি দেখা গিয়েছে বেশ কয়েকদিন। গত সপ্তাহে ঝড়-বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির দেখাও মিলেছে। চলতি সপ্তাহেও এমনই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন।

Advertisements

আলিপুর হাওয়া অফিস সূত্রে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা জানা গিয়েছে ৩৬ ডিগ্রির কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১° কম। শ্রীনিকেতন আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, তিনি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

Advertisements