শুরু শীতের দাপট, মরসুমের শীতলতম দিনে কাঁপছে এই সকল জেলা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ঘূর্ণিঝড়, নিম্নচাপ এসবের ঘনঘটা কাটতেই তরতরিয়ে নামতে শুরু করেছে তাপমাত্রা। বড়দিনের আগে শীতের আমেজে ভরপুর হতে শুরু করেছে বাংলা। ইতিমধ্যেই বেশ কিছু জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির নিচে। পাশাপাশি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে ৪-৫ ডিগ্রি। আজকের এই দিনই মরশুমের শীতলতম দিন বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফে।

ঘনঘন নিম্নচাপ এবং মেঘের ঘনঘটার কারণে চলতি বছর শীত শুরু হয়েও তা যেন ফিরে যায়। ডিসেম্বরের শুরু থেকেই পশ্চিমের জেলাগুলিতে শীতের ভালোই টের পাওয়া যাচ্ছিল। কিন্তু হঠাৎ মাঝ পথে সেই তাপমাত্রার পতনে ব্যাঘাত ঘটায় নিম্নচাপ। অবশেষে সেই নিম্নচাপ কেটে যাওয়ার পর হু হু করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া।

স্বচ্ছন্দে উত্তুরে হাওয়া ঢোকার কারণে স্বাভাবিকভাবেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। শনিবার সকাল থেকেই তাপমাত্রার পারদের পতন লক্ষ্য করা যায় পশ্চিমের জেলাগুলিতে। মঙ্গলবার সেই তাপমাত্রার পারদ আরও নেমে এই মরসুমের শীতলতম দিনে পরিণত হয়েছে।

হাওয়া অফিসের থেকে মঙ্গলবার যে রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে জানা যাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১° কম। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে মঙ্গলবার যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে জানা যাচ্ছে, এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ১° কম।

সবচেয়ে বেশি তাপমাত্রার পতন লক্ষ্য করা গিয়েছে পুরুলিয়া, বাকুঁড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। মঙ্গলবার এই সকল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। শিলিগুড়ি, জলপাইগুড়ির মত জেলারও তাপমাত্রা ১০ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে।