West Bengal Traffic Police: ১০ কোটি টাকায় বদলে যাচ্ছে ট্রাফিক ব্যবস্থা! ফাঁকি দেওয়ার জায়গায় নেই! বাড়বে সুরক্ষাও

West Bengal Traffic Police is dressing up before Durga Puja: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার এরাজ্যে পথ দুর্ঘটনা এড়ানোর জন্য ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের সূচনা করেন। বিভিন্ন সময়ে সরকার ও পুলিশের (West Bengal Traffic Police) পক্ষ থেকে গাড়িচালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য প্রচার চালানো হয়েছে। রাজ্যের পরিবহন দপ্তর এবার আরো বেশি উদ্যোগী হয়েছে পথ দুর্ঘটনা রোধ করার জন্য। পরিসংখ্যান থেকে জানা যায় যে, কলকাতা শহরে পথ দুর্ঘটনার সংখ্যা আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে আসলেও বিভিন্ন কমিশনারেট ও জেলা পুলিশের আওতায় থাকা এলাকাগুলিতে বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা। ইতিমধ্যেই রাজ্য প্রশাসন দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ‘ব্ল্যাক স্পট’ চিহ্নিতকরণের কাজ শুরু করেছে।

পশ্চিমবঙ্গের ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে রাজ্য সরকার ট্রাফিক পুলিশকে ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকা দিয়ে বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম কেনা হবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল স্পিড ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, ট্র্যাফিক লাইট, এবং ইলেকট্রনিক টোল বুথ। দুর্ঘটনা রোধ করার জন্য ‘ব্ল্যাক স্পট’-তে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হবে। এই বিষয়ে রাজ্যের পরিবহন দপ্তর পুলিশের (West Bengal Traffic Police) সামনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা, স্পিড ব্রেকার, ব্রিথ অ্যানালাইজার, সাইনেজ, গার্ডরেলসহ ট্রাফিক নিয়মের যাবতীয় পরিকাঠামো বসানো হবে।

রাজ্যের পরিবহন দপ্তরের মাধ্যমে জানা গেছে যে, রাজ্য পুলিশকে (West Bengal Traffic Police) অত্যাধুনিক প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম কেনার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। সম্প্রতি প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি ও সরঞ্জাম কেনার জন্য পরিবহণ দফতরের তরফে ১০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। পরিবহণ দফতর ও পুলিশ মারফত জানা গেছে যে, রাজ্যের যে সব জায়গা ব্ল্যাকস্পট হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে সেই সব জায়গায় কড়া নজর দেওয়া হবে।

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এইবিষয়ে সোমবার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগান তুলেছেন সেটাই সাইবার কাছে আসল অনুপ্রেরণা। এই স্লোগানকে সামনে রেখেই সবরকম কাজ করা হবে। রাজ্য যাতে পথ দুর্ঘটনা এবং প্রানহানির সংখ্যা অনেকটাই কমে যায় সেটাই আসল উদ্দেশ্য। সেইজন্য পুলিশকে প্রযুক্তি ও সরঞ্জাম দিয়ে সাহায্য করছি। রাজ্য পুলিশের (West Bengal Traffic Police)জন্য ৯ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ব্যবস্থার উন্নতিকরনের জন্য পুলিশরা প্রয়োজনীয় সরঞ্জাম অবশ্যই কিনতে পারবে।

এই বিষয়ে তিনি আরো বলেন যে, পরিবেশবান্ধব যানবাহনের মাধ্যমে পরিকাঠামো গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের অধিবাসীদের সুরক্ষাকে সবথেকে বেশি প্রাধান্য দিতে চান। সেই কারণে ব্লক স্তরে নিরাপত্তা সংক্রান্ত কমিটি তৈরি করা হয়েছে। স্থানীয় স্তর থেকে পথ নিরাপত্তার বিষয়টির উপর তিনি আরও জোর দিতে চান। এর পাশাপাশি নতুন এই প্রযুক্তিতে ট্রাফিক আইন ফাঁকি দেওয়ার বালাই থাকবে না। ট্রাফিক আইন ফাঁকি দিয়ে ট্রাফিক নিয়ম অমান্য করতে গেলেই সহজেই ধরা পড়ে যাবেন আইন ভঙ্গকারীরা।