এবার রঙ চটা, সিট ফাটা অতীত! রাজ্যের বাস পরিষেবায় আসছে আমূল পরিবর্তন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা যেমন ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন, ঠিক সেই রকমই আবার বাস পরিষেবাও সমানভাবে নাগরিকদের পরিষেবা দিয়ে থাকে। বর্তমানে বাস পরিষেবার (Bus Service) মাধ্যমে দূর দূরান্তে পৌঁছে যাচ্ছেন নাগরিকরা। তবে দূর দূরান্তের কথা ছেড়ে দিলেও শহর এবং গ্রাম্য এলাকায় গণপরিবহনের ক্ষেত্রে সাধারণ মানুষদের বাসই (Bus) সম্বল।

Advertisements

তবে বাস পরিসেবা এত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা হয়ে দাঁড়ালেও বিভিন্ন বাসের স্বাস্থ্য নিয়ে হামেশাই প্রশ্ন উঠতে দেখা যায়। বাসের বয়স থেকে শুরু করে বডি, ইঞ্জিন, বসার সিট সবকিছু নিয়েই নানান অভিযোগ তুলতে দেখা যায় সাধারণ যাত্রীদের। এমন পরিস্থিতিতে এবার রাজ্য পরিবহন দপ্তর এমন এক পদক্ষেপ নিচ্ছে যাতে রঙ চটা, সিট ফাটা বাসের দিন অতীত হতে চলেছে। এবার রাস্তায় ঝাঁ চকচকে বাস দেখা যাবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।

Advertisements

রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে রাজ্যের সমস্ত বাসের স্বাস্থ্যের উন্নয়নের দিকে জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্যের উন্নয়নের দিকে জোর দেওয়ার পাশাপাশি নতুন বাস কেনা হবে বলেও জানা গিয়েছে। এই সকল নানান পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এবার রাজ্য পরিবহনে বাস পরিষেবায় আমূল পরিবর্তন আসতে চলেছে। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এই বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ হবে বলে জানিয়েছেন।

Advertisements

পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর কথা অনুযায়ী, খুব তাড়াতাড়ি ২৫০ থেকে ৩০০ টি নতুন বাস কেনা হবে। এছাড়াও যে সকল বাসের রঙ চটে গিয়েছে অথবা বসার সিট ছিঁড়ে গিয়েছে সেগুলি দ্রুত মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, যে সকল নতুন বাস কেনার অর্ডার দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কিছু বাস রয়েছে সিএনজি, বেশ কিছু বাঁশ রয়েছে ইলেকট্রিক এবং কিছু বাস রয়েছে ডিজেল চালিত।

এছাড়াও পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এক বছর আগে ১১৮০ টি ইলেকট্রিক বাসের জন্য একটি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু দিল্লির আদালতে এই নিয়ে একটি মামলা হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। তাছাড়া আগামী দু’বছরের মধ্যে প্রায় ১২০০ টি ইলেকট্রিক বাস নেমে যেত। এছাড়াও বাস পরিষেবাকে আরো উন্নত করার জন্য আগামী দিনে অনলাইনে ভাড়া মেটানোর ব্যবস্থা আসবে বলে ইঙ্গিত দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।

Advertisements