Habra-Medinipur Bus Service: সহজ হচ্ছে হাবড়া-মেদিনীপুর-হাবড়া সোজা যাতায়াত, দেখে নিন নতুন নতুন বাসের সময়সূচী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাসিন্দারা প্রতিদিনই কাজের তাগিদে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা ওই সকল নাগরিকরা মূলত বাস, ট্রেন সহ অন্যান্য যানবাহনের উপর ভর করে যাতায়াত করেন। ঠিক সেইরকমই হাবড়া-মেদিনীপুর-হাবড়া বহু মানুষ যাতায়াত করে থাকেন। এই সকল মানুষদের এবার যাতায়াত সহজ হচ্ছে বাস পরিষেবা (Habra-Medinipur Bus Service) বাড়ানোর জন্য।

Advertisements

এই রুটে দীর্ঘদিন ধরেই যাত্রীদের তরফ থেকে বাসের সংখ্যা বৃদ্ধি করার আবেদন জানানো হচ্ছিল। এসবের পরিপ্রেক্ষিতেই এবার পশ্চিমবঙ্গ পরিবহন নিগম বাসের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল। অফিস টাইমে বাসের সংখ্যা বৃদ্ধি করার কারণে বহু যাত্রী রয়েছেন যারা অনেকটাই উপকৃত হবেন। কেননা এই রুটে প্রতিদিনই ব্যাপক পরিমাণে যাত্রী চাহিদা থাকে। সব থেকে বেশি যাত্রী চাপ থাকে হাবরা থেকে কোলাঘাট হয়ে খড়গপুর, মেদিনীপুর।

Advertisements

এই সকল পরিস্থিতি এবং চাহিদার কথা মাথায় রেখে রাজ্য পরিবহন দপ্তর E70A রুটে হাবরা থেকে দত্তপুকুর, বারাসাত, এয়ারপোর্ট, ডানলপ, বালি, সলপ, উলুবেরিয়া, বাগনান, কোলাঘাট, মেছোগ্রাম, ডেবরা, আশারী, খড়গপুর, চৌরঙ্গী হয়ে মেদিনীপুর পর্যন্ত বাসের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালবেলায় হাবরা থেকে মেদিনীপুর এবং বিকালবেলায় মেদিনীপুর থেকে হাবরা ফিরে আসার দুটি বাসের টাইম টেবিল দেওয়া হল।

Advertisements

আরও পড়ুন ? Weather Report West Bengal: অনুকূল পরিবেশ, টানা ৩ দিন বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গের এই সকল জেলা

হাবরা থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে সকাল ৫:২৫ মিনিট এবং ৫:৫০ মিনিটে বাস ছাড়বে। ফিরতি পথে মেদিনীপুর থেকে হাওড়া জন্য দুপুর ৩:৪০ এবং বিকেল ৫:০০ মিনিটে বাস ছাড়া হবে। এর পাশাপাশি আরও অনেক বাস চালানো হবে বলেই জানানো হয়েছে। এই সকল বাসের টিকিট অফলাইন অর্থাৎ কাউন্টার থেকে যাত্রীরা বুক করার পাশাপাশি অনলাইনেও বুক করতে পারবেন।

রাজ্য তথা দেশের বাসিন্দাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য সবচেয়ে বেশি পছন্দ ট্রেন হলেও সব জায়গায় রেল পরিষেবা নেয়। যে কারণে গণপরিবহনের অন্যতম আরেক মাধ্যম বাস পরিষেবার উপরই ভর করে যাতায়াত করতে হয়। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন দপ্তর বাস পরিষেবাকে আরো উন্নত করার জন্য সবসময় প্রচেষ্টা চালানো হচ্ছে।

Advertisements