বছরের শুরুতেই বিদায় নিবে শীত! কি বলছে হওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গ দেখেছিল হাড় কাঁপানো শীত। শৈত্যপ্রবাহ বয়েছে রাজ্যের কলকাতাসহ ১১ জেলায়। শেষ সপ্তাহের প্রথম দিকে মেঘলা আকাশ আর বৃষ্টিতে কিছুটা হলেও আটকে যায় শীতের দাপট। তবে মেঘ কাটতেই নতুন করে হিমশীতল হচ্ছে দক্ষিণবঙ্গ। আর এই প্রচন্ড শীত কতদিন থাকবে? পূর্বাভাস দিলো হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তররের পূর্বাভাস, ডিসেম্বর মাসের একেবারে শেষ নাগাদ শীতের তীব্রতা বাড়লেও জানুয়ারি মাসের প্রথম থেকেই তা কমতে শুরু করবে, বাড়বে তাপমাত্রা। অর্থাৎ শীতের সাথে বনিবনা হচ্ছে না আবহাওয়ার। আর বছরের শুরুতে তাপমাত্রা বাড়ার মূলে রয়েছে ভূমধ্যসাগর থেকে আসা পশ্চিমি ঝঞ্ঝা। নতুন বছরের প্রথম কয়েকটা দিন আবার মেঘ-বৃষ্টির পালা চলতে পারে রাজ্যজুড়ে। যদিও আগামী সপ্তাহের রবিবার থেকে সোমবারের মধ্যেই জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায়। তারপরে আবার অনেকটাই পারদের পতনের সম্ভাবনা রয়েছে। ২৭, ২৮ এবং ২৯ শে ডিসেম্বর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাসের কথা বলা হয়েছে। রাতের দিকে তাপমাত্রা নামতে পারে ৪-৬ ডিগ্রি সেলসিয়াসে।

অন্যদিকে নয়াদিল্লীর মৌসম ভবন জানিয়েছে, আগামী ৩০ শে ডিসেম্বরের রাত থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাড়তে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। যার ধাক্কায় বঙ্গোপসাগরে তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্তের। যার কারণে উত্তরে পশ্চিমী বাতাস যাবে আটকে, বইবে পূবালী হাওয়া। আর তারপর আবারও পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে বাড়বে শীতের প্রকোপ। মোটের উপর ডিসেম্বরের শেষে তাপমাত্রার পারদ কমলেও জানুয়ারির শুরুতে আবার তা বাড়তে পারে, পরে আবার তাপমাত্রা কমার সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর।