দমকা হাওয়ার সাথে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, হতে পারে শিলাবৃষ্টিও

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি সপ্তাহে দিন তিনেক ধরেই আবহাওয়ার খামখেয়ালিপনায় নাছোড়বান্দা অবস্থা রাজ্যের বাসিন্দাদের। এরই মাঝে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বৃষ্টি বাড়ার কথা। শুধু দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

Advertisements

Advertisements

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘে ঢাকা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। বৃষ্টির পাশাপাশি বইবে দমকা হাওয়া, এমনকি শিলাবৃষ্টিও হতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। শ্রীনিকেতন হাওয়া অফিস এদিনের সর্বনিম্ন তাপমাত্রা জানিয়েছে ১৯.৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

Advertisements

চলতি সপ্তাহের সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টি অনেকটা কালবৈশাখীর মতই। যদিও আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের শুরুতে এমন ঝড়-বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। উদাহরণস্বরূপ তারা গত বছরের প্রসঙ্গ তুলে ধরেছেন। গত বছর ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ কালবৈশাখীর দাপটে বিপুল ক্ষতি হয়েছিল চাষবাসের। ফাগুন মাসে তাপমাত্রা বেশি না থাকলেও কালবৈশাখীর পেছনে ভূমিকা থাকে পশ্চিমী ঝঞ্ঝার। যার প্রভাবেই একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতের রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যাদের হাত ধরেই বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে পশ্চিমবঙ্গের ভূখণ্ডে। অন্যদিকে আবার বাতাসের উপরিভাগে রয়েছে শুষ্ক ও ঠান্ডা হওয়া। আর এদের সংঘর্ষেই হচ্ছে বৃষ্টিপাত। আর ভূপৃষ্ঠের কাছাকাছি তাপমাত্রা বেশি না থাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা দেখা দিয়েছে।

Advertisements