লাগাতার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ক’দিন চলবে, জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অফিসের তরফ থেকে আগেই পূর্বাভাসে জানানো হয়েছিল, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পশ্চিমের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ একাধিক জেলায় শুরু হয় লাগাতার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সারারাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও লক্ষ্য করা যায়। এখন প্রশ্ন এই পরিস্থিতি চলবে কত দিন?

Advertisements

বৃহস্পতিবার এই অকাল বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলা ভেজার পাশাপাশি শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানানো হয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায়। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে।

Advertisements

অন্যান্য জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই পরিস্থিতি চলতে পারে আগামী শনিবার পর্যন্ত। এর পাশাপাশি ঘন কুয়াশার দেখা মিলতে পারে বলেও মনে করছে হাওয়া অফিস।

Advertisements

উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। এই সকল জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে।

তবে হাওয়া অফিসের তরফ থেকে যা মনে করা হচ্ছে তাতে, সম্প্রতি যে অকাল বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে তা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব লক্ষ্য করা যাবে। এমনকি পশ্চিমের বেশকিছু জেলায় এই পরিস্থিতি কাটাতে সোমবার পর্যন্ত সময় লাগতে পারে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবার থেকে আবহাওয়া পরিষ্কার হতে পারে।

Advertisements