Advertisements

Monsoon Update West Bengal: প্যাচপ্যাচে গরম অতীত! ঢুকল বর্ষা, বাংলায় কবে, জেলা ধরে আবহাওয়ার মেগা খবর দিল হাওয়া অফিস

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রেমাল ঘূর্ণিঝড় বিদায় নেওয়ার পর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আরও অসহ্য। পুরো প্যাচপ্যাচে গরম যেন দমবন্ধ করে ফেলছে বাসিন্দাদের। এই পরিস্থিতিতে সবাই বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন। তাকিয়ে রয়েছেন বর্ষার (Monsoon Update) দিকে। অবশেষে বর্ষা নিয়েই আবহাওয়ার মেগা খবর দিল হাওয়া অফিস।

Advertisements

হাওয়া অফিস আবহওয়ার যে মেগা খবর নিয়ে হাজির তাতে এই অসহ্য প্যাচপ্যাচে গরম এবার অতীত হতে চলেছে। কেননা বৃহস্পতিবার থেকেই দেশের মূল ভূখণ্ডে যাত্রা শুরু করল বর্ষা। নির্ধারিত সময়ের দুদিন আগে বর্ষা ঢুকে গেল কেরলে। কেরলে বর্ষা ঢুকে যাওয়ার ফলে এখন স্বস্তির খোঁজে বাংলার বাসিন্দারাও। তাহলে চলুন দেখে নেওয়া যাক কেরলের পর কবে বাংলায় ঢুকতে চলেছে বহু প্রতীক্ষিত বর্ষা (Monsoon Update West Bengal)।

Advertisements

কেরলের পর বাংলার কোন জেলায় কবে বর্ষার আগমন ঘটবে তা নিয়েই এখন প্রশ্ন। বৃহস্পতিবার হাওয়া অফিসের তরফ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে আপডেট দেওয়া হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে বর্ষা নিয়ে। যেখানে কেরলে প্রতিবছর ১ জুন বর্ষার আগমন হয়, সেই জায়গায় এই বছর ৩০ মে বর্ষার আগমন হওয়ার ফলে বাংলাতেও নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন হয়ে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কেননা বৃহস্পতিবার কেরলের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অংশেও ঢুকে পড়ল বর্ষা।

Advertisements

আরও পড়ুন ? La Nina Monsoon Update: ছাতা, রেইনকোট ফুটে বৃষ্টি ঢুকবে, আসছে লা নিনা! আবহাওয়ার মেগা খবর দিল হাওয়া অফিস

উত্তর-পূর্ব ভারতে সাধারণত কেরলে বর্ষা প্রবেশ করার ৫ দিন পর অর্থাৎ ৫ জুন প্রবেশ করে। এবার বেশ কিছু অংশে ৭ দিন আগেই বর্ষা ঢুকে গেল। যে সকল রাজ্যে বৃহস্পতিবার থেকেই বর্ষার আগমন হল সেগুলি হল অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ। ৭ বছর পর একসঙ্গে দেশের দুই প্রান্ত অর্থাৎ দক্ষিণ ও উত্তর-পূর্বে বর্ষার আগমন ঘটলো।

উত্তর-পূর্ব ভারতে দ্রুত বর্ষার আগমন বাংলার জন্য অত্যন্ত সুখবর। কেননা বঙ্গোপসাগর শাখায় উত্তর-পূর্ব ভারত হয়েই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে বাংলায়। যদিও পশ্চিমবঙ্গের ঠিক কবে বর্ষার আগমন ঘটছে তা সম্পর্কে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে এখনই কিছু আভাস দেওয়া না হলেও ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক বছর পরিস্থিতি স্বাভাবিক থাকলে জলপাইগুড়িতে ৭ জুন, শিলিগুড়িতে ৮ জুন এবং দক্ষিণবঙ্গে ১০ জুন ও কলকাতায় ১১ জুন বর্ষা ঢুকে যায়। এই বছর যেহেতু কিছুটা আগেই বর্ষার আগমন হলো কেরলে, তাই আশা রাখতেই হয়, বাংলাতেও কিছুটা আগে বর্ষার আগমন হয়ে যাবে।

Advertisements