টানা ৩ দিন চলবে বৃষ্টি, বইবে ৩০-৪০ কিমি বেগে ঝড়

নিজস্ব প্রতিবেদন : ফাল্গুন মাসেও টানা তিনদিন বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। শুধু বৃষ্টি নয়, পাশাপাশি কালবৈশাখীর পূর্বাভাসও মিলেছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশের পাশাপাশি কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনার কথা জানানো হয়েছে। পাশাপাশি আগামী তিনদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। আর এই বৃষ্টি নামতে পারে যখন তখন। সপ্তাহ জুড়ে এই বৃষ্টি চলতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।

বুধবার সন্ধ্যা থেকে হঠাৎ করে দমকা হওয়ার পাশাপাশি মাঝারি ধরনের বৃষ্টি দেখা যায় দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, নদীয়ার মত জেলায়। ঝড়ো হাওয়া ও বৃষ্টির পাশাপাশি ছিল বজ্রবিদ্যুৎ-এর ঘনঘটা। বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার সকালেও বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তরবঙ্গের ৫ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন। মাঝে মাঝেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া উচ্চচাপ বলয় এবং মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্তের জেরে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে ঝাড়খন্ড এলাকায়। আর সেই বজ্রগর্ভ মেঘ সরে আসে কলকাতার দিকে।

গত দুদিনের বৃষ্টির ফলে রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ অনেকটা নেমেছে। ঠাণ্ডা হাওয়ায় বজায় রয়েছে শীতের অনুভূতি। বৃহস্পতিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ১° কমে ১৯ ডিগ্রী। যদিও বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ইত্যাদি সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক ১৭.৪ ডিগ্রী রয়েছে।