অক্টোবরে তাপমাত্রার রেকর্ড পতন, তাহলে কী এবার জাঁকিয়ে শীত

নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরশুমে এবার অন্যান্য বছরের তুলনায় দুর্গাপুজো এবং কালীপুজো অনেক আগে হয়েছে। তবে দেখা যাচ্ছে কালীপুজোর রাত থেকেই তরতড়িয়ে রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। এই পরিস্থিতিতে অক্টোবর মাসে তাপমাত্রার রেকর্ড পতন হলো।

গত ১০ বছরে এই প্রথম অক্টোবর মাসে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামল ২০ ডিগ্রীর নিচে। কোন কোন জেলায় তো আবার এই তাপমাত্রার পারদ আরও কয়েক ধাপ নেমেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় অনেক নিচে রয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে পাওয়া রেকর্ড থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই পারদ স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। উল্লেখযোগ্য বিষয় হলো সর্বনিম্ন তাপমাত্রার পারদ। রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে দাঁড়িয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম।

শ্রীনিকেতন হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রী কম। রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম। অক্টোবর মাসে এইভাবে তাপমাত্রার পারদ এতটা কমে যাওয়া একপ্রকার রেকর্ড।

কলকাতায় অক্টোবর মাসে তাপমাত্রার পারদ সবথেকে বেশি নেমেছিল ১৯৫৪ সালের ৩১ অক্টোবর। সেবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, জাঁকিয়ে শীতের জন্য বঙ্গবাসীকে অপেক্ষা করতে হবে ডিসেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত।