দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমী ঝঞ্ঝার কারণে গত শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের একাধিক জেলায় দেখা মিলেছে ঝড়-বৃষ্টির। আর এই একই রকম আবহাওয়া বজায় থাকবে রবিবারও, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। পাশাপাশি দক্ষিণবঙ্গের ৭ জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা।

Advertisements

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শনিবারের মত রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দেখা মিলবে। আগামী দিন কয়েক দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা তেমন কোন তারতম্য ঘটবে না।

Advertisements

দক্ষিণবঙ্গের যে ৭ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে সেই জেলাগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। পাশাপাশি এই সকল এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না।

উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও একই রকম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। উত্তরবঙ্গের যেসকল জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার।

[aaroporuntag]
তবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় রবিবার ঝড়-বৃষ্টির প্রবণতা দেখা দিলেও কলকাতায় রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতায় দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। যে কারণে কলকাতাজুড়ে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।

Advertisements