ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলা বৃষ্টির সম্ভাবনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাতাসে মাত্রাতিরিক্ত জলীয়বাষ্পের উপস্থিতির কারণে প্রতিনিয়ত অস্বস্তিকর পরিস্থিতি বেড়ে চলেছে। বিশেষ করে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। দক্ষিণবঙ্গের বাসিন্দাদের মধ্যে আবার পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা আরও নাজেহাল। তবে এমত অবস্থায় শনিবার কালবৈশাখী, ঝড় বৃষ্টি এবং শিলা বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস।

Advertisements

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও কালবৈশাখীর সম্ভাবনা দেখা দিয়েছে। ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে কালবৈশাখী এবং ঝড়-বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবনতার কারণ রয়েছে পশ্চিমীঝঞ্জা।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে পূর্ব উত্তর প্রদেশ এবং বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর এই ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খন্ড, সিকিমের মত রাজ্যের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি দেখা যাবে। পাশাপাশি শনিবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্জা হানা দিয়েছে। তার প্রভাব বজায় থাকবে সোমবার পর্যন্ত।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঝড়-বৃষ্টির প্রবণতা রয়েছে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, বীরভূম সহ একাধিক জেলায় কালবৈশাখী বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

[aaroporuntag]
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১° কম। শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় ২° কম।

Advertisements