নিজস্ব প্রতিবেদন : বর্ষার শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা তীব্র বৃষ্টিতে নাজেহাল অবস্থায় পড়ে গিয়েছে। ইতিমধ্যেই নদনদীর জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে। তবে এই পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে চলতি সপ্তাহে। কিন্তু বৃষ্টির বিরাম এখনই নেই বলে জানানো হয়েছে হওয়া অফিসের তরফে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গোটা রাজ্যে আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই ভারী বৃষ্টি তালিকায় রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে টানা চার দিন ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ৪৮ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পয়লা জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোন না কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি দিনভর মেঘলা আকাশ থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
বুধবার থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি এইসকল জেলাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও নজরে আসছে। তবে এখনই দক্ষিণবঙ্গে ভারি অথবা অতিভারী বৃষ্টির কোনরকম পূর্বাভাস নেই হাওয়া অফিসের তরফে।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যাবেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় বীরভূমের মহঃবাজার ব্লকে তিনজনের মৃত্যু হয় বজ্রপাত এবং গাছ পড়ে। পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন মহিলা। এযাবত চলতি বছর বজ্রপাতের কারণে বীরভূমের বোলপুর, রাজনগর এবং মহঃবাজার ব্লকের মোট ৫ জনের মৃত্যু হলো।