দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস আর দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরম। গত দু’দিন ধরে মেঘলা আকাশের কারণে এই অস্বস্তিকর পরিস্থিতি বেড়েই চলেছে। তবে এরই মাঝে সুখবর দিল হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

Advertisements

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে নেই দক্ষিণবঙ্গের জন্য। তবে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের জন্য রয়েছে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস।

Advertisements

এর পাশাপাশি আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে, আগামী সপ্তাহের প্রথম দিক থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবার সম্ভাবনা রয়েছে শনিবার থেকেই। এই বৃষ্টি বিক্ষিপ্ত হবে যে সকল এলাকায় দেখা যাবে সেখানে সাময়িক স্বস্তি মিলতে পারে বলে জানানো হয়েছে।

অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে হাওয়া অফিসের বার্তা, আগামী দিন কয়েক এমন পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। সমুদ্র থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকেছে স্থলভাগে। আর এই জলীয় বাষ্পের কারণেই এমন অস্বস্তিকর পরিস্থিতি। তবে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলেও বেশি মাত্রায় বৃষ্টির জন্য যে অনুকূল পরিবেশের প্রয়োজন হয় সেই পরিবেশ এখন নেই দক্ষিণবঙ্গে।

Advertisements